পাতা:বেণু ও বীণা.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বেণু ও বীণা।

শাহারজাদী।

কল্পনা-নগরে, শত কবিতা সুন্দরী,
আনন্দে করিত বাস; সহসা একদা,
কহিলেন লোকেশ্বর, “চাহি আমি নারী
রূপবতী, ভাল মন্দ কুলে নাহি বাধা।”

আনন্দে লাগিল দিতে যত পুরবাসী
কন্যা নিজ; কে জানিত দিনেকের তরে
সে সম্পর্ক? পোহাইলে বিবাহের নিশি,
কে জানিত, যা'বে তা’রা স্বপনের পুরে!

ভয়ে নাহি আর কেহ করে কন্যাদান
লোকেশ্বরে; পরিণাম জেনেছে সকলে;
ফিরিয়া এসেছি তাই ভবনে আপন,
মানসী কন্যারে মোর কহি' অশ্রুজলে;–

যা' রে বাছা! লোকেশের কণ্ঠে' দেহ মালা;
শাহারজাদীর ভাগ্য লভ' তুমি বালা!

১৫০