পাতা:বেণু ও বীণা.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ وقيعتصحيدت دموع আন-গগনের আলো । আমার কুঞ্জে লতার দুয়ার নিবিড় ছিল না ভাল, তাই ফাঁকি দিয়ে পশেছে আজিকে আন-গগনের আলো ; স্বজনি লো—শঙ্খ বাজা,— আজ আসিয়াছে হৃদয়ে আমার, আমার হৃদয়-রাজ ! অরুণ চরণে শরত প্রভাত— আজি এল যেন তারি সাথে সাথ, তারি সাথে সাথ নিবাঁত সলিলে দুলিয়া উঠিল আলো ; স্তন্ধ হিয়ার দু’কুল প্লাবিয়া কিরণে ভরিয়া গেল । কুঞ্জভবনে লতার দুয়ারে পল্লব দল নাচে, অযুত গ্রন্থি তত্ত্বলতার খুলিলে পরাণ বাচে, হে উন্মাদ ভালবাসা,— ছিড়ে দিলে তুমি সব বন্ধন, তুমি কেড়ে নিলে বাস ! শরতের আলো—ত্রিলোক জুড়িয়া— তারি সাথে হিয়া গেল যে উড়িয়া, বাতাসে চড়িয়া আর কতদূর ছুটিব তোমার পাছে, কোথা যেতে চাও, কোথা লয়ে যাও, হায় গো কাহার কাছে ? Gł