পাতা:বেণু ও বীণা.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা। মাঙ্গলিক । খাম্বাজ । পরমেশ ! আজি, বরিষ তোমার আশিষ যুগল শিরে ; কর পবিত্র, পুষ্পেরি মত, এ নব দম্পতীরে । আজি হ’তে তা’র বাহিবে তরণী, অকুল সিন্ধু-নীরে ;– রহে যেন নভঃ কিরণে পূরিত, বায়ু বহে যেন ধীরে । হরষিত শত হৃদয় প্লাবিয়া আজি যে পুলক ফিরে,– ' সে মধুর প্রতি, যেন দিবা রাতি যুগলে রহে গো ঘিরে । 2*