পাতা:বেণু ও বীণা.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা। బ్ర,=g জ্যোৎস্না সাথে নয়ন পাতে রচিছে মাম্বা দেশ । সন্ধ্যা থেকে আমার চোথে ঘুমের নাহি লেশ। জোৎস্নাটুকু মিলায়, বায়ু দোলায় কেশ পাশ, এখনি তবে প্রভাত হবে, জাগিবে রশ্মি-ভাস । ছিলনা বাধা, হরষ মনে, চাহিয়া ছিন্তু তোমার পানে, বিজন গেহ ছিলনা কেহ করিতে পরিহাস ; জ্যোৎস্নাটুকু মিলায়, বায়ু দোলায় কেশ পাশ । সফল আজি জীবন মম, সফল জোছনা, সফল তব রূপের রাশি কমল-লোচনা ! ধৌত করি তারার মালে, ধৌত করি যুথির জালে, ΣΨ