পাতা:বেণু ও বীণা.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা । । وتي ستحتحدرين বর্ষায় । শ্লথ, পরিণত—— কদম কেশর ঝরিছে এ পাশে ও পাশে 5 মৃদু-বিকশিত কেতকীর রেণু ক্ষরিছে বাতাসে বাতাসে । মেঘ আসে যায় বারেবার, ঝরে বারিধারা, কদম কেশর, মিলে মিশে একাকার । বহুদিন পরে চলিয়াছি গ্রামে, নুতন হয়েছে পুরাণ, চোখের উপরে বেড়ে উঠে ধান,— দায় হ’ল অথি ফিরান । নাচে বুলবুলি আর ফিঙে, রেয়ে নিয়ে চলে ডিঙে । ૨૭