পাতা:বেণু ও বীণা.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ ஆஉலு সারিকার প্রতি । সারিক ! কোথারে আজি—সাগরিকা—কোথা আজ, অর্ণকিছে কাহার ছবি, বলিতে কেনলো লাজ ? সে দিন লুকায়ে রহি, গেছিলি সকলি কহি, আজিরে নীরব কেন—বনবীণা বাজ, বাজ । আজিও তেমনি কিরে, কদলীর ছায়ে রহি, তপনের—মদনের—তলু মনে জ্বালা সহি, শাতল কদলী ছায় শয়ান রচিয়া, হায়, বিভোরে আছে কি বসি সে আমার পথ চাহি ? আজ কি আমার ছবি—ফেলিয়া সকল কাজ— অর্গকিছে গোপনে, বাল, মলিন নলিন সাজ ? আজ’ কি হৃদয় পরে— আমার মূরতি ধরে ? আজ কি তাহার মনে লীলা করে ঋতুরাজ ! ર૭