পাতা:বেণু ও বীণা.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ ஆகளு অবসান । চলে যাও—ওগো, চলে যাও,— বকুল ফুলেরে দলে যাও । হেথায় ধূলির মাঝে কে মুখ লুকা’ল লাজে,— সে কথা শুনিতে কেন চাও ? অর্ণধারে ফুটিয়া সে যে অর্ণধারে ঝরিয়া গেছে, তার কথা—কেন গো সুধাও ? তাহার রূপের ভায় তারা ত’ ফুটেনি হায়, বড় আশা ?—ছিল না ত’ তা’ ও । ঝরিয়া পথেরি ধারে ছিল সে পড়িয়া, হা—রে চরণে দলেছ—ভাল—যাও । ধূলি মাথা একাকার, তার পানে বৃথা আর