পাতা:বেণু ও বীণা.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ இ=கு আলোকলতা । মূল নাই, ফুল ফল পত্র নাই মোর, বাতাসে জনম মম, তরু শিরে বাস ; তন্তু সম সুহ্ম তনু, সুবর্ণের ডোর, ঘে মোরে আশ্রয় দেয় তা’রি সর্বনাশ । চিনেছ ? “আলোকলতা’ বলে মোরে লোকে ; যে মোরে অাদরে শিরে ধরে আপনার— নিস্তার নাহিক তার, বেড়ি পাকে, পাকে, শ্রীহীন, লাবণ্যহীন, করি তনু তার,— রস মরে, পত্র ঝরে, শরীর শুকায়, আত্মহারা আলিঙ্গনে—তরু—এ তমুর,— সমাচ্ছন্ন পরশের মোহ-মদিরায় ; প্রতিবাতে কাপে দেহ অসার তরুর । শুকাইলে বৃক্ষ, আমি, তবে সে শুকাই ; আলোকের ধন, পুনঃ, আলোকে লুকাই !