পাতা:বেণু ও বীণা.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$36. বেণু ও বীণা। முக-கலு আলেয়া । “পুড়ে মরি—পতি নাহি পাই, কোথা পাব জুড়াবার ঠাই ? জালার অবধি মোর নাই। দিন রাত শুধু হাহাকার, শ্বাস-বায়ু অনল আমার, মৃত্যু হ’ল—গেল না বিকার ! জ্বলে মরি নিজের জালায়, ঘুরি তাই বিজনে জলায়, মোর পিছে——কেন এস, হায় ! ফিরে যাও পথিক, পথিক, মাড়ায়োনা কখন এ দিক্‌, এ পথের নাহি কোন ঠিক।