পাতা:বেণু ও বীণা.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ இ-க-க.இ বুড়াকালের অত্যাচারে,— শয্যাশায়ী করলে তা’রে, জেগেই পোহাই রাতি ; দিন কাটেত’ কাটেনা রাত, মাসেক পরে গেল হঠাৎ,— নিবল জীবন বাতি । 米 곳- جيد ★ 来 কতক দুখে, কতক ভয়ে, শরীর এল অবশ হ’য়ে ভাঙল সুখের হাট 3 থ’য়ের রাশি ছড়িয়ে পথে, চ’লল নিয়ে শবের সাথে,— যেথায় শ্মশান ঘাট । গুড়িয়ে শাখা, সবাই মিলে, চিতায় মোরে বসিয়ে দিলে, বাজল শতেক শাখ ; লোকের ভিড়ে ভরেছে ঘাট, ধুইয়ে উঠে চিতার কাঠ, উঠ ল গর্জে ঢাক । 亲 张 旅 米