পাতা:বেণু ও বীণা.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ கு,அ,இ. ( २ ) রোমে, রোমে, শিরায়, শিরায়, জাল ধরে,—প্রাণ বাহিরায়,— মরি বুঝি ধোয়ায় এবার ! আচম্বিতে-—চীৎকার রোলে— চিতা ভেঙে, পড়িলাম জলে, মাঝি এক নিল নায়ে তার । যত লোক করে ‘মার মার’, আমার ত’ সংজ্ঞা নাই আর ; যবে ফিরে মেলিন্ত নয়ান, দেখি, এক কুটীরের মাঝে সেই মাঝি—আছে বসে কাছে,— যে মোরে জীবন দেছে দান । কয়দিন গেল শুধু কাদি’ ; শেষে তারে করিলাম ‘সাদি’, ভুলিলাম ক্রমে যত ক্লেশ ; আগুনে গিয়েছে জ’লে রূপ, তবু ভালবাসে পোড়া মুখ, সুখে দুখে দিন কাটে বেশ । 来 齐 چند