পাতা:বেণু ও বীণা.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ (ته=حترج মমির হস্ত । ($ ) কার দেহে, কোন কালে, লগ্ন ছিলে তুমি,— নীলিমা-মণ্ডিত, ক্ষুদ্র, কঙ্কালাগ্র কর ? তার পর কত গেছে সহস্ৰ বৎসর— রক্ষা-লেপে লিপ্ত হ’য়ে লভিয়াছ ভূমি ? কবে সে—কবে সে হায়, গেছে তোরে চুমি”, মানবের সঞ্জীবন তপ্ত ওষ্ঠাধর শেষ বার ? হায়, কত যুগ যুগান্তর আগে, শিশুর আগ্রহে স্পশিয়াছ তুমি জননীর বুক ; কত খেলিয়াছ খেলা,— কত নিধি উৎসাহে ধরিয়া ফেলে দেছ,— · প্রথম যৌবনে কত করিয়াছ লীলা ; নব রক্তোচ্ছ,াসে সাজি, কতই খেলেছ— লয়ে নিজ কেশ, বেশ, নয়ন, অধর আজ অস্থিসার—তবু মুগ্ধ এ অন্তর । ,