পাতা:বেণু ও বীণা.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ (9ي۹ স্বর্ণ-গোধা । স্বর্ণ জিনি বর্ণ তোর, নয়ন-রঞ্জন, স্বর্ণ-গোধা ! ভ্রম হয় স্বর্ণময় ব’লে,— তনু তোর। ঘৃণ্য কিন্তু তোর পরশন ; নাহি জানি কালকেতু ভূলিল কি ছলে । সেকি তোরে ভেবেছিল খণ্ড সুবর্ণের ? ত্বরান্বিত তাই বুঝি গেছিল কুড়াতে ? শেষে নিজ ভ্রান্তি বুঝে—মন্মরে পর্ণের— তীরে বিধে এনেছিল অনলে পোড়াতে । স্থির তুমি থাক যবে, উজ্জ্বল বরণ ! প্রাতি লভে বিমুগ্ধ নয়ন ; কিন্তু হায় অঙ্গভঙ্গী আরম্ভিলে—আপনি নয়ন ঘুণ ভরে মুদে যায়, ফিরে নাহি চায়। জড়মতি রূপসীর অপরূপ হাসি,— মন ভ’তে যেমন মমতা দেয় নাশি ।