পাতা:বেণু ও বীণা.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ இ-இ কোন ভাষা মরমে পশি’— আকুল করি তোলে প্রাণ ? কোথায় গেলে শুনতে পাব -- বাউল স্বরে মধুর গান ? চণ্ডীদাসের—রামপ্রসাদের— কণ্ঠ কোথায় বাজে রে ? সে আমাদের বাংলাদেশ, আমাদেরি বাংল! রে । কোন দেশের ছদ্দশায় মোর। — সবার অধিক পাই রে দুখ ? কোন দেশের গৌরবের কথায়— বেড়ে উঠে মোদের বুক ? মোদের পিতৃপিতামহের— চরণ ধূলি কোথা রে ? সে লামাদের বাংলা দেশ, আমাদেরি বাংলা রে । ‘8