পাতা:বেণু ও বীণা.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ இ-இ যা’র জগতের কাছে নতশির হ’য়ে আছে, জগতের কোন’ কাজে নাহি যা’র যোগ ; হৃদয়ে নাহিক বল, জীবনে তা’র কি ফল ?— আলোকে পুলকে তার শুধু কৰ্ম্মভোগ । দিস না, মা, নাহি চাই, আমাদের কাজ নাই— হৃদয়-মাতান’ তোর নব রবিকর ; থাক্ এই অন্ধকার, মলিনতা বরষার, ক্ষুদ্র মোরা, তুচ্ছ মোরা, জগতের পর । বরষার নিবিড়তা দিক প্রাণে আকুলতা, আপন চিনিব তবু, আপন চাঙ্গিয়া ; সৌন্দৰ্য্য নিবিয়া যাক, ধরণ ডুবিয়া থাক, আপন দারিদ্র্য শুধু উঠুক ফুটিয়া । অন্তহীন অবসাদ, দিক্‌ প্রাণে নব সাধ,— যেতে জগতের কাজে উৎসাহ দ্বিগুণ ; আয় বরষার ধারা, আয় গো আঁধারি? ধরা, কালিমা ঢেলে দে, হৃদে—জেলে দে আগুন ! আশ্বিন ১৩০৭ সাল। ԳՏ