পাতা:বেণু ও বীণা.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা। زي احتكاستيكستكهنة বঙ্গ জননী । কে ম৷ তুই বাঘের পিঠে বসে আছিস্ বিরস মুখে ? শিরে তোর নাগের ছাতা, কমল মালা ঘুমায় বুকে ! ঢল ঢল নয়ন যুগল জল ভরে পড়ছে চুলে, কাল মেঘ মিলিয়ে গেল তোর ওই নিবিড় কাল চুলে, শিথিল মুঠি,—ত্রিশূল কেন ধরার ধূলা আছে চুমি ? কে মা তুই কে মা শুামা—তুষ্ট কি মোদের বঙ্গভূমি ? মা তোর ক্ষেতের ধান্তরাশি জাহাজ ভ’রে যায় বিদেশে, অন্ন-সুধা গরল হ’য়ে ফিরে আসে মোদের পাশে, বনের কাপাস বনে মিলায়, আমরা দেখি চেয়ে, চেয়ে, অন্নবসন বিহনে হায়, মরে তোমার ছেলে মেয়ে ! বল মা শুামা, সুধাই তোরে, মোদের এ ঘুম ভাঙবে না কি ? ধ্য হ’তে পারবো না মা তোমার মুখের হাসি দেখি ? ত্ৰিশূল তুলে নে মা আবার রূপের জ্যোতি পরকাশি, ভয় ভাবনা ভাসিয়ে দিয়ে হাস আবার তেমনি গসি ! চরণতলে সপ্ত কোটি সন্তানে তোর মাগেরে— বাঘেরে তোর জাগিয়ে দে গো, রাগিয়ে দে তোর নাগে রে ; সোনার কাঠি, রূপার কাঠ,–ছুইয়ে আবার দাও গো তুমি, গৌরবিণী মূৰ্ত্তি ধর—ষ্ঠামাঙ্গিনী—বঙ্গভূমি ।