পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ল্যাভোয়াসিয়ে Ե6: বৈজ্ঞানিক, সকলেরই কল্পনাশক্তি, ভাবপ্রবণতা সমান প্রয়োজন। এই কল্পনাশক্তির বলে বৈজ্ঞানিক স্থলে স্বশ্ন দেখেন, দূর অনন্ত জ্যোতিষ্কমণ্ডলীর আবর্তন নয়নের সম্মুখে দেখিতে পান, জড়জগতের প্রত্যেক অণুপরমাণুর স্থষ্টিস্থিতিপ্রলয়, আবৰ্ত্তনবিবর্তন, আকৃতিবিকৃতি না দেখিয়াও দেপিতে পান। এই কল্পনাশক্তি, এই ভাবপ্রবণতা, এই স্বপ্নদৃষ্টি ল্যাভোয়াসিয়ের মধ্যে বহুল পরিমাণে ছিল। অপরে যেখানে উন্ট দেখিতেছিলেন সেখানে তিনিষ্ট কেবল সবই সোজা দেখিলেন। অপরের ও নিজের পরীক্ষার মধ্যে সত্য কোন অন্ধকারময় গহবরে লুক্কায়িত আছে তাঙ্গ তাহার স্বপ্নদৃষ্টিকে এড়াইতে পারে নাই। র্তাহার বিশেষত্ব এইখানেই দেখিতে পাওয়া যায়। : - ল্যাভোয়াসিয়ে এইরূপে ফ্রজিষ্টনবাদকে রসায়নশাস্ত্র হইতে অপসারিত করিয়া দিয়া প্রাচীন রসায়নকে নুতনভাবে গঠিত করিতে লাগিলেন। ১৭৮৭ খৃষ্টাব্দে ডি মরভিউ, বার্থোলে, ফুরক্রয় প্রভৃতি ফরাসী রাসায়নিকগণ তাহার সহিত যোগ দিলেন। পূৰ্ব্বে যাবতীয় রাসায়নিক পরিভাষা ফ্রজিষ্টনবাদের অনুযায়ী ছিল, এখন তাহ ভাঙ্গিয়া চুরিয়া নূতন পরিভাষার স্বষ্টি হইল ও তিনি একখানি নুতন রাসায়নিক গ্রন্থ রচনা করিলেন । এই গ্রন্থ চিরদিন রসায়নশাস্ত্রের প্রত্যেক ছাত্রের নিকট পরম আদরণীয় হইরা থাকিবে। এই গ্রন্থে তিনি জড়পদার্থকে তিনভাগে বিভক্ত করিলেন-কঠিন, তরল ও বায়বীয়। তাহার পর বায়ুর রাসায়নিক বিশ্লেষণ-অম্লজান, এজোট, (Azote বা Nitrogen) জলীয় বাষ্প, অঙ্গারায় প্রভৃতির সংমিশ্রণ। পূৰ্ব্বেকার "ফ্লজিষ্টিকেটেড বায়ু, “ফজিষ্টনহীন বায়ু, প্রভৃতি কথা একেবারে উঠাইয়া দিলেন। জলের রাসায়নিক