পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

హోత్రి বৈজ্ঞানিক জীবনী বিশ্লেষণ, অম্ল, ক্ষার, লবণ প্রভৃতি রাসায়নিক বিভাগ ও পরিভাষা লিপিবদ্ধ করিলেন। আধুনিক রসায়নের যতটুকু জ্ঞাতব্য বিষয় তৎকালে ছিল সমস্তই গুছাইয়া নিজের মনোমত করিয়া এই গ্রন্থে সন্নিবেশিত করিয়াছিলেন। ল্যাভোয়াসিয়ের অপর বৈজ্ঞানিক গবেষণার বিশদ পরিচয় দেওয়া এখানে সম্ভব হইবে না। কেবল একটি বিষয়ের আলোচনা করিয়া এই প্রবন্ধের উপসংহার করিব। ল্যাভোয়াসিয়ে প্রাণিসমূহের শ্বাসপ্রশ্বাস-গ্রহণের মধ্যে যে রাসায়নিক প্রক্রিয় সংঘটিত হয় তাহারও আলোচনা করিয়াছিলেন। তিনি পরীক্ষার দ্বার দেখাইলেন যে প্রাণিগণের শ্বাসপ্রশ্বাস গ্রহণ, ধাতুভক্ষ-প্রস্তুত-পদ্ধতি এবং দহনক্রিয়া এই তিন প্রক্রিয়ার রাসায়নিক পরিবর্তন এক রকমের। প্রাণীগণ শ্বাস লইবার সময় শরীরের মধ্যে বায়ু গ্ৰহণ করে ; বায়ুর অম্লজান শরীরের ভিতর ক্রিয়া সম্পাদন করিয়া অঙ্গরামে পরিণত হয় এবং উহা বায়ুর নাইট্রোজেনের * সহিত প্রশ্বাসরূপে বাহির হইয়া আসে। ধাতুভষ্ম-প্রস্তুত-পদ্ধতি ও দহনক্রিয়া এই অম্লজানের দ্বারাই সাধিত হইয়া থাকে। ল্যাভোয়াসিয়ে মৃত্যুর অব্যবহিত পূৰ্ব্বে প্রাণিদেহের ঘৰ্ম্ম

  • ঠিক স্মরণ লাই, ৰোধ হয় স্বৰ্গীয় অক্ষয় কুমার দত্ত মহাশয় Nitrogenকে বিৰক্ষারজান’ করিয়াছিলেন। তাহার কারণ ববক্ষার অর্থে ‘সোরা বলিয়া অনেকেয় বিশ্বাস। কিন্তু বৈদ্যকগ্রন্থে বব পুড়াইয়া যে ক্ষার প্রাপ্ত হওয়া যায় তাছাৰেই “বিষ্কার" বলা হইয়াছে—উহা ক্ষার বিশেষ, গোর আনে নছে। भ९थ#उ “बाबूरfम ७ नवा ब्रगांग्रन-क्षकांब्र" cमधून। cगश्छन्न जानि Nitrogentक "नादेरप्लेोप्बन" व "नएखांन" कब्रिजांय-"शदचाब्रजांन" কল্পিলাম না ।