পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ল্যাভোয়াসিয়ে boፃ লইয়া পরীক্ষা করিতেছিলেন। কতকটা কাজ করিয়াছিলেন কিন্তু শেষ করিয়া উঠিতে পারেন নাই। তিনি যখন রাজদ্বারে অভিযুক্ত, সেই সময় এই কাজটি শেষ করিবার জন্ত তিনি বিচারকের নিকট সময় ভিক্ষা করিয়াছিলেন, কিন্তু বিচারপতি কফিনাল ফরাসী সাধারণতন্ত্রে বৈজ্ঞানিকের কোনও প্রয়োজন দেখিলেন না ; তিনি জুরি মন্তব্য না লিখিয়াই এই মহাপুরুষকে ঘাতকের হস্তে সমর্পণ করিলেন। তৎপর দিবস তাহার নশ্বর দেহ হইতে মস্তক বিচ্যুত হইল বটে, কিন্তু তাহার অসাধারণ মস্তিষ্ক-প্রস্তুত কাৰ্য্যাবলীর পুণ্যস্তৃতি আজ বিশ্বের বহু নরনারী সাদরে পূজা করিতেছে।