পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ8 বৈজ্ঞানিক জীবনী আরও চারিটি নূতন ধাতু আবিষ্কার করেন। কিন্তু এক হিসাবে তাহার সর্বপ্রধান বৈজ্ঞানিক আবিষ্কার—সেফটি assion (safety lamp)। পূৰ্ব্বে কয়লার খনিতে নানাপ্রকার দাহ গ্যাস থাকাতে তথায় কোনরূপ আলোক লইয়া যাওয়া বিপদজনক ছিল। ডেভ তাহার নূতন প্রদীপ আবিষ্কার করিয়া খনির কার্য্যে নিযুক্ত সহস্ৰ সহস্র মানবের প্রাণরক্ষা করিয়া গিয়াছেন । ● ডেভীর বক্তৃতা করিবার অদ্ভূত ক্ষমতা ছিল। তাহার বকৃত শুনিবার জন্য দলে দলে পুরুষ ও মহিলা সমাগত হইতেন। ইউরোপ ও আমেরিকার বিখ্যাত অধ্যাপকগণের বক্তৃতার বিশেষত্ব এই যে, র্তাহারা নিজ নিজ আবিষ্কারের বিষয়ই বক্তৃতা করিয়া থাকেন। আমাদের দেশে মৌলিক গবেষণার অভাবে বিশ্ববিদ্যালয়ে পুরাতনেরই আলোচনা হইয়া থাকে, নুতনের সন্ধান শ্রোতৃবর্গ পান না। এই পার্থক্যের ফল স্বভাবতই পৃথক্ হইয় পড়ে। একদিকে যেমন কেবল চৰ্ব্বিতের চর্বণ, অধীতবিদ্যার অধ্যাপনা হইয়া থাকে, অপরদিকে নব নব তথ্য আবিষ্কারের জলন্তকাহিনীর অনিবাৰ্য্য আকর্ষণ শ্রোতৃবর্গের মনে নব অনুরাগ জাগাইয়া তোলে। একদিকে রাশি রাশি “পুস্তকস্থ বিদ্যার” কণ্ঠস্থকরণ ভিন্ন অন্ত সুফল দৃষ্ট হয় না, অপর দিকে বক্তার আদর্শের অনুকরণের প্রবল আকাজ স্বতই শ্রোতৃবৃন্দকে আকুল করিয়া দেয়। ফ্যারাডে গ্যালারীর এককোণে বসিয়া একমনে ডেভীর স্বকীয় আবিষ্কারের ভাবভঙ্গিমাময়ী বক্তৃতা শ্রবণ করিতেন। ক্রমে ক্রমে ডেভীর বৈজ্ঞানিক আদর্শ র্তাহার মনেও জাগিতে লাগিল। দপ্তরির কাজ আর তাহার ভাল লাগিল না। কেমন করিয়া তিনি দপ্তরির