পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3Vi বৈজ্ঞানিক জীবনী পরিত্যাগ ও বিজ্ঞানের সেবা করিবার ইচ্ছ। এত বলবতী হইয়৷ উঠিল যে আমি সাহসে ভর করিয়া সার হাম্ফ্রী ডেভীকে একখানি পত্র লিখিলাম। আমার ধারণা জন্মিয়ছিল যে আমার নিজের কৰ্ম্ম নীচ ও স্বার্থপরতাপূর্ণ ও বৈজ্ঞানিকগণ সদাশয় ও মহৎব্যক্তি। ঐ পত্রে আমি তাহাকে লিখিলাম যে যদি সুবিধা হয় তাহা হইলে তিনি আমাকে একটি চাকরী দিয়া আমার মনোবাঞ্ছা পূর্ণ করিবেন। চিঠির সঙ্গে তাহার বকৃত যে খাতায় লিখিয়া ইয়াছিলাম তাহাও পাঠাইয়া দিলাম।” ডেভী ফ্যারাডের খাতাখানি পড়িয় তাহার পরিচয় নিশ্চয়ই পাইয়াছিলেন। ডেভ উত্তরে নিম্নলিখিত পত্ৰখানি প্রেরণ করেন। মহাশয়, আপনি আমার উপর বিশ্বাসের যে প্রমাণ দিয়াছেন তাহাতে আমি আদৌ অসন্তুষ্ট নহি এবং আমি উহাতে আপনার ঐকান্তিক আগ্রহ, প্রভূত স্মৃতিশক্তি ও মনোনিবেশ করিবার ক্ষমতার পরিচয় পাইয়াছি। আমি সম্প্রতি সহরের বাহিরে যাইতেছি এবং সহরে ফিরিতে নাগাদ জানুয়ারী মাস হইবে। ফিরিয়া আসিলে আপনি যখন ইচ্ছ। আমার সহিত সাক্ষাৎ করিতে পরিবেন। আমি যথাসাধ্য আপনার উপকার করিতে পারিলে আনন্দিত হইব। ইতি * ভবদীয়—হম্ফ্রী ডেভী। ডেভীর এই উত্তরে ফ্যারাডের কথঞ্চিৎ আশার সঞ্চার হইল এক দিবস রাত্রে ফ্যারাডে ঘুমাইয়া আছেন, এমন সময়ে বাটর দরজায় জোরে ধাক্কার শব্দ পাইলেন। দরজা খুলিবামাত্র একজন ভূত্য একখানি পত্র তাহার হস্তে প্রদান করিয়া গেল। পত্ৰখানি