পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাইকেল ফ্যারাডে ৯৭ খুলিয়া দেখেন যে উহা ডেভীর লিখিত—রয়েল ইন্‌ষ্টিটিউশনে একজন সহকারীর পদ খালি আছে, ফ্যারাডের মনের যদি পরিবর্তন না হইয় থাকে তাহা হইলে ঐ পদ তাহার হইতে পারে। ক্টিনি এইরূপে র্তাহার চিরইঙ্গিত বিজ্ঞানসেবার সুযোগ প্রাপ্ত হইয়৷ সানন্দে ঐ পদের জন্য প্রার্থ হইলেন। ১৮১৩ খৃষ্টাব্দে ১লা মার্চ মাসের রয়েল ইন্‌ষ্টিটিউশনের পরিচাকলকগণের সভার কাৰ্য্যবিবরণীতে নিম্নলিখিত প্রস্তাবটি গৃহীত বলিয়া লিপিবদ্ধ আছে “সার হাম্ফ্ৰী ডেভা ইন্‌ষ্টিটিউশনের পরিচালবৰ্গকে জানাইয়ছেন যে তিনি এক ব্যক্তির সন্ধান পাইয়াছেন, যিনি উইলিয়ম পেনের পরিত্যক্ত পদ গ্রহণ করিতে ইচ্ছুক। ইহার নাম মাইকেল ফ্যারাডে। র্তাহার বয়স বাইস বৎসর, তাহাকে সৎস্বভাবসম্পন্ন, কৰ্ম্মঠ, প্রফুল্লচিত্ত এবং বুদ্ধিমান বলিয়া বোধ হয়। মিষ্টার পেন্‌ কৰ্ম্ম পরিত্যাগ করিবার সময় যে বেতন পাইতেন ইনি সেই বেতনেই কৰ্ম্ম করিতে রাজী আছেন। অতএব স্থিরীকৃত হইল যে মাইকেল ফ্যারাডে মিষ্টার পেনের পদে সেই বেতনে নিযুক্ত হইলেন।” “ষাদৃশী ভাবনা যন্ত, সিদ্ধিৰ্ভবতি তাদৃশী”—ফ্যারাডে এতদিন যাহা চাহিয়াছিলেন তাহাই পাইলেন। তিনি সপ্তাহে পচিশ শিলিং বেতনে রয়েল ইন্‌ষ্টিটিউশনে সহকারীর পদ প্রাপ্ত হইলেন এবং থাকিবার জন্ত উপরতলায় দুইটি ঘরও পাইলেন। ইউরোপ ভ্রমণ । . ফ্যারাডে আগ্রহ : সহকারে নিজের কর্তব্য কৰ্ম্ম করিতে লাগিলেন। ডেভ এই সময়ে নাইট্রোজেন ক্লোরাইড নামক একটি