পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাইকেল ফ্যারাডে 合为 যাইবার সমস্ত বন্দোবস্ত হইতে লাগিল। ডেভীর সঙ্গে র্তাহার পত্নী, ফ্যারাডে ও একজন ভৃত্য যাইবার কথা ছিল ; কিন্তু শেষ মুহুর্তে ভূতাটি বাট ছাড়িয়া যাইতে অস্বীকৃত হইল। ফ্যারাডের ডেভীর সহকারীরূপেই যাইবার কথা ছিল, কিন্তু সঙ্গে ভূত্য না যাওয়াতে র্তাহাকে অনিচ্ছাসত্ত্বেও ভূত্যের কাজও কিছু কিছু করিতে হইত। ফ্যারাডে ইউরোপ ভ্রমণকালে একখানি খাতায় ভ্ৰমণসম্বন্ধে স্মরণীয় ঘটনাগুলি লিখিয়া রাখিতেন । তাহা পাঠে জানা যায় যে ইয়োরোপপ্রবাস র্তাহার পক্ষে নিতান্ত মুখের হয় নাই। বিশেষতঃ ডেভাপত্নী তাহার উপর কর্তৃত্ব দেখাইবার জন্য র্তাহাকে নানারূপ নীচ কৰ্ম্মে নিযুক্ত করিবার চেষ্টা করিতেন। তিনি এ সকলষ্ট সহ করিয়া দেড় বৎসরকাল ইউরোপে নানা দেশদর্শন ও অনেক বৈজ্ঞানিকের সাক্ষাৎকার লাভ করির মানব প্রকৃতি ও বিজ্ঞান সম্বন্ধে অশেষ জ্ঞান লাভ করিতে সমর্থ হইয়াছিলেন। প্রথমে ফ্রান্সের রাজধানী প্যারিস নগরে অনেক ফরাসী বৈজ্ঞানিকের সহিত র্তাহাদের সাক্ষাৎ হয়। এক দিবস আম্পিয়ার, ক্লিমেণ্ট ও ডেসরমে নবাবিষ্কৃত “আইওডিন” নামক মৌলিক পদার্থ ডেভীকে দেখাইতে আনিয়াছিলেন। ডেভী প্যারিসে উহা লইয়া কতকগুলি পরীক্ষা করিয়াছিলেন । তথায় তিন মাস অতিবাহিত করিয়া সকলে ইটালী অভিমুখে যাত্রা করিলেন । তাহাদের গাড়ী পয়ষটি জন বাহকের দ্বারা আল্পস পৰ্ব্বতের উপর দিয়া লইয়া যাওয়া হইয়াছিল। প্রথমে সকলে টিউরিন সহরে পহুছিলেন, সেখান হইতে জেনেভা যাত্রা করিলেন। জেনেভাতে 5amie wssos (Current clectricity) offo ál of