পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০২ বৈজ্ঞানিক জীবনী s বিবিধ গ্যাসকে তরলীকরণ । (Liquefaction of gases) ফ্যারাডে একধারে রাসায়নিক ও পদার্থতত্ত্ববিৎ ছিলেন। পূৰ্ব্বে বলা হইয়াছে যে ১৮১৬ সালে তাহার প্রথম বৈজ্ঞানিক গবেষণা প্রকাশিত হয়। প্রবন্ধটি তত মূল্যবান নয়, উহাতে টস্কানীদেশজাত চুণের একটি নমুনার রাসায়নিক বিশ্লেষণের ফল সন্নিবিষ্ট হইয়াছিল। ১৮১৬ সাল হইতে ১৮২০ সাল পৰ্য্যন্ত—এই চারি বৎসরে--ফ্যারাডে সাইত্রিশখানি মৌলিক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করিয়ছিলেন। কিন্তু যে সকল বৈজ্ঞানিক গবেষণার জন্ত ফ্যারাডে চিরস্মরণীয় হইয়া গিয়াছেন তাহা তখনও আরম্ভ হয় নাই । অনেকে তরল বায়ুর (liquid air ) কথা শুনিয়া থাকিবেন। এখানে আমরা চৰ্ম্মচক্ষে এখনও তরল বায়ু দেখি নাই, কিন্তু বিলাতে তরল বায়ু বিজ্ঞানাগার সমূহে বোতল বোতল ব্যবহৃত হয়। সাধারণ বায়ুকে খুব বেশী চাপ (pressure) দিলে ও প্রায়-২০০ ডিগ্রিতে ঠাণ্ডা করিলে বায়ু জলের মত তরল হইয়া যায়। উহা এত ঠাণ্ড যে এক ফোটা হাতে পড়িলে হাতে ফেস্কি উঠে। ফ্যারাডে অবহু তরল বায়ু আবিষ্কার করেন নাই, কিন্তু উহার প্রস্তুতপ্রণালীর পন্থা সুগম করিয়া দিয়া গিয়াছেন। তিনিই সৰ্ব্বপ্রথম নানাবিধ গ্যাসকে তরল করিবার পন্থ আবিষ্কার করেন। ১৮২৩ খৃষ্টাব্দে এই বিষয়ে তাহার প্রথম প্রবন্ধ প্রকাশিত হয়। উহাতে ক্লোরিন নামক গ্যাসকে তরল করিবার প্রক্রিয়া বর্ণিত হয়। তিনি একটি র্কাচনলের এক মুখ বন্ধ করিয়া তাহাতে ক্লোরিন