পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y মাইকেল ফ্যারাডে ow)

  • fềrgs ( chlorine hydrate) zifrɛ ŋŋ siza Ffra পরে অপর মুখটি বন্ধ করিয়া দিয়াছিলেন। পরে যে মুখটিতে ক্লোরিন হাইড্রেট ছিল, সেই মুখে অল্প অল্প উত্তাপ প্রদান ও অপর মুখটি বরফে ঠাণ্ডা করিতে লাগিলেন। খানিকক্ষণ পরে দেখিলেন যে, খালি মুখে খানিকট পীত তৈলের মত তরল পদার্থ জমিয়াছে । তাহার আগে নর্থমোর নামে একজন রাসায়নিক এইরূপ পরীক্ষা করিয়াছিলেন, কিন্তু ফ্যারাডে এই তরল পদার্থের স্বরূপ সম্যক , অবধারিত করিয়াছিলেন । তিনি পরীক্ষার দ্বারা স্থির করেন যে, এই তরল পদার্থ তরলীভূত ক্লোরিন গ্যাস ভিন্ন আর কিছুই নহে। এইরূপ পরীক্ষায় তিনি দেখিতে পাইলেন যে কোনও গ্যাসকে তরলীভূত করিবার জন্ত দুইটি বিষয়ের প্রয়োজন —(১) অত্যধিক চাপ ও (২) অত্যধিক ঠাণ্ড । বদ্ধ কাচনলের ভিতর ক্লোরিন হাইড্রেট উত্তপ্ত হওয়ার সময় প্রথমে ক্লোরিন গ্যাস বহির্গত হয়, কিন্তু উহা বাহির হইতে না পারায় স্বতই প্রভূত চাপ উৎপাদন করে এবং বরফের দ্বারা ঠাণ্ড করায় উচ্চা তরল আকারে পরিণত হইয়া থাকে।

ক্রমে এইরূপ উপায়ে তিনি আরও অনেকগুলি গ্যাস তরল করিয়া ফেলেন—সালফার ডাইঅক্সাইড (Sulphur dioxide) taraffifii, (Ammonia) sifättafosfa (Cyanogen) &rgf: . কিছুকাল পরে ফ্যারাডে একটি ছোট পম্পের সাহায্যে চাপ বৃদ্ধি করিয়া ও বরফের সহিত লবণ ও অন্তান্ত দ্রব্য মিলাইয়া শীতলতা বৃদ্ধি করিয়া কাৰ্ব্বনিক এসিড গ্যাস (Carbonic acid gas), riotoxifra of s 5th (Hydrocloric acid gas) a strator oth (nitrous oxide)