পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* o B বৈজ্ঞানিক জীবনী । is তরল অবস্থায় আনিতে সক্ষম হইলেন। এইরূপে সেই সময়ে জানিত প্রায় তাবৎ গ্যাসই ফ্যারাডের হস্তে তরলতা প্রাপ্ত হইল। বাকি রহিল কেবল ছয়টি গ্যাস-অম্লজান, উদজান, GRIs#=, ##a R-Räf#5 (Carbon monoxide), মাস/ *Uti (marsh gas) & assiss Wotto (nitric oxide) অনেক দিবস পর্য্যন্ত কেহই এই কয়েকটি গ্যাসকে তরল,করিতে সক্ষম হন নাই এবং উহারা “চিরস্থায়ী গ্যাস” (permancnt gas ) নামে অভিহিত হইত। যে কাৰ্য্য ফ্যারাডে আরম্ভ করিয়াছিলেন বহুদিন পরে তাহার সমাপ্তি হইয়াছে। এখন চাপ ও ঠাণ্ড বৃদ্ধি করিবার জন্ত বড় বড় যন্ত্র আবিষ্কৃত হইয়াছে, তাহাদের সাহায্যে এই “চিরস্থায়ী গ্যাস”গুলিও তরলীভূত হইয়াছে। পিকৃটে, ক্যালিটে, রোব্লাস্কি, ওলসেস্কি, ডেয়োয়ার, লিণ্ডে, হামসন প্রভৃতি ইংরাজ, ফরাসী, কুলীয় ও আমেরিকান রাসায়নিকগণের জীবনব্যাপী চেষ্টায় ফ্যারাডের আরদ্ধ কাৰ্য্য সুসম্পন্ন হইয়াছে। - - * * বেঞ্জিন আবিষ্কার । । . ফ্যারাডের অন্ততম রাসায়নিক আবিষ্কার—বুেঞ্জিন (bcnzpne) ( , “পোরটেবল গ্যাস কোম্পানী”র দ্বারা তৈল হইতে প্রস্তুত গ্ন্যাস পরীক্ষা কালে তিনি এই তরল পদার্থ আবিষ্কার করিয়াছিলেন । প্রত্যেক রসায়ন শাস্ত্রের ছাত্র জানেন যে এই বেঞ্জিন হইতে জৈব (organic) রসায়নের এক নূতন বিভাগের স্বষ্টি হইয়াছে এবং পরবর্তী কালে এই বেঞ্জিন হইত্ত্বে অসংখ্য জৈব