পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Šobr বৈজ্ঞানিক জীবনী c অভিজ্ঞতা অর্জন করিয়াছিলেন। ক্রমে বিদ্যুৎ সম্বন্ধে আলোচনা র্তাহার জীবনের একমাত্র সার সম্বল হইয়া উঠিয়াছিল। তাহার বৈদ্যুতিক সমস্ত আবিষ্কারের পরিচয় দিতে হইলে একখানি স্বতন্ত্র পুস্তক লিখিতে হয়, এখানে আমরা কয়েকটি বিষয়ের আলোচনা করিব মাত্র । বিদ্যুৎ ও চুম্বকের দ্বারা বিদ্যুৎ উৎপাদন। (Induction.) বিদ্যুৎ ও চুম্বকের মধ্যে যে একটা ঘনিষ্ট সম্বন্ধ আছে তাহ ফ্যারাডের পূৰ্ব্বেই আবিষ্কৃত হইয়াছিল। অষ্টার্ড ও আমপিয়ার অনেক পরীক্ষা করিয়া বিদ্যুৎ ও চুম্বকের মধ্যে যে ঘনিষ্ট সম্বন্ধ আছে তাহা স্থির করিয়াছিলেন। ফ্যারাডের পূৰ্ব্বে জানা ছিল যে একটা লোহ শলাকার উপর তামার তার জড়াইয়া সেই তারের ভিতর তড়িৎ প্রবাহ (electric current) চালনা করিলে লেহুটি চুম্বকে পরিণত হয়। সেইরূপ বৈদ্যুতিক প্রবাহসংযুক্ত একটি তামার তারের নিকটস্থ অপর একটি তামার তারে বিদ্যুৎ প্রবাহ উৎপাদন করা যায় কি না ফ্যারাডে তাহাই পরীক্ষা করিতে লাগিলেন। ১৮৩১ খৃষ্টাব্দে দশ দিবসের মধ্যে এ বিষয়ে প্রায় যাবতীয় জ্ঞাতব্য বিষয় ফ্যারাডে আবিষ্কার করিয়া ফেলিয়াছিলেন। . . . প্রথম। ফ্যারাডে রেশমের স্থতার দ্বারা জড়ান তামার তার জড়াইয়া স্থতার কাটিমের মত একটা বেষ্টন (coil) প্রস্তুত করিলেন। তারের দুইটি মুখে তড়িৎ প্রবাহ চালনা করিবার জন্য একটি বৈদ্যুতিক কোষের (electric cell) সহিত যুক্ত করিয়া