পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s বৈজ্ঞানিক জীবনী ।לל চুম্বকত্ব ও পরাচুম্বকত্ব। (Paramagnetism and diamagnetism.) ফ্যারাডের একটি বিশিষ্ট আবিষ্কার দ্রব্যসমূহের চুম্বকত্ব ও অচুম্বকত্ব। ১৮৪৫ খ্ৰীষ্টাব্দে ফ্যারাডে দেখাইলেন যে যাবতীয় দ্রব্য সাধারণ চুম্বকের দ্বারা হয় আকৃষ্ট (attracted) হয়, না হয় বিতাড়িত ( repelled ) হয়। তিনি কঠিন তরল ও বায়ুবীয় এই তিনি প্রকার দ্রব্য লষ্টয়াই পরীক্ষা করিয়াছিলেন। তিনি দেখাইলেন যে ধাতু সকলের মধ্যে লৌহ, নিকেল, কোবান্ট, ম্যাঙ্গানিজ, প্ল্যাটিনাম প্রভৃতি ধাতু চুম্বকজাতীয় এবং দস্তা, টিন, পারদ, সীসক, রৌপ্য, তাম, স্বর্ণ প্রভৃতি ধাতু পরাচুম্বক জাতীয়। ধাতু ভিন্ন নিম্নলিথিত দ্রব্যগুলি সাধারণ চুম্বুকের দ্বারা আকৃষ্ট হয়— অনেক প্রকারের কাগজ, গাল, গ্রেফাইট, ফুরস্পার, কাঠের কয়লা ইত্যাদি এবং নিম্নলিখিত দ্রব্যগুলি সাধারণ চুম্বকের দ্বার বিতাড়িত (rcpcllod) হয়—ফটকিরি, কঁচি, চিনি, রুটি, গন্ধক ইত্যাদি। ফ্যারাডে তরল দ্রব্য লষ্টয়া পরীক্ষা করিয়া দেখিতে পাইলেন যে কতকগুলি দ্রব্যের জলীয় দ্রব (solution) চুম্বকাত্মক, যথা—লৌহ ও কোবাল্ট ধাতুর যৌগিকসমূহ। অপর দিকে জল, রক্ত, দুগ্ধ, স্বরা,তাপিন, তৈল,ইথার প্রভৃতি তরল পদার্থ পরাচুম্বকজাতীয়। তাছার পর তিনি বায়বীয় পদার্থের চুম্বকত্ব বা পরাচুম্বকত্ব সম্বন্ধে পরীক্ষা করিতে প্রবৃত্ত হইলেন। তিনি দেখিতে পাইলেন যে বাতির আলো চুম্বকের দ্বার সঙ্গেরে বিতাড়িত হইয় থাকে কিন্তু অম্লজান চুম্বকের প্রতি আকৃষ্ট হয়। যাবতীয় দ্রব্যের চুম্বকত্ব বা পরাচুম্বকত্বের গুণ আবিষ্কার করিয়া ফ্যারাডে এক