পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৬ বৈজ্ঞানিক জীবনী এই বাটীতে তিনি জীবনের শেষকাল অতিবাহিত করেন। অত্যধিক মানসিক ও শারীরিক পরিশ্রমে র্তাহার শরীর পূৰ্ব্বেই ভাঙ্গিয়া পড়িয়াছিল। ১৮৬৭ খৃষ্টাব্দে ২৫এ আগষ্ট তারিখে সাতাত্তর বৎসর বয়ঃক্রমকালে তিনি স্বর্গারোহণ করেন। র্তাহার পড়িবার ঘরে চেয়ারে বসিয়া বসিয়াই তিনি চিরনিদ্রায় অভিভূত হন। র্তাহার ইচ্ছা অনুসারে বিনা আড়ম্বরে তাহার সমাধি ক্রিয়া সম্পন্ন হয় এবং একখানি সামান্ত সমাধিফলকে তাহার শেষ বিশ্রাম স্থানের পরিচয় ঘোষিত হইতেছে। অদ্য এই উন্নতচেত, বালকবৎ চিরসরল, বৈজ্ঞানিকশ্রেষ্ঠ ইংরাজের সমাধিফলকের উপর সুদূর বিদেশবাসী একজন ভক্ত ভক্তিপুষ্পাঞ্জলি প্রদান করিয়া নিজেকে ধন্ত মনে করিতেছে।