পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏱᏓy বৈজ্ঞানিক জীবনী পাইবে। যাহা হউক, বিধাত পৃথিবীর হিতের জন্ত যাহাকে স্বজন করিয়াছিলেন, তাহাকে তিনিই বঁাচাইয়। রাখিলেন.। নিউটনের জন্মের পূৰ্ব্বেই তাহার পিতার মৃত্যু হইয়াছিল। র্তাহার মাতা পুনরায় বিবাহ করিলে তাহার মাতামহী তাহাকে লালনপালন করেন। বাল্যকালে নিউটন নিজ গ্রামের সন্নিকটস্থ এক স্কুলে পড়িতেন। লেখাপড়ায় বালক নিউটনের বিশেষ আগ্রহ দেখা যাইত না, এবং ক্লাসে তিনি সকলের নীচে থাকিতেন। তবে অন্ত বালকেরা যখন খেলা করিয়া বেড়াইত তখন নিউটন স্বহস্তে ছোট ছোট খেলনা প্রস্তুত করিয়া তাহ লইয়াই ব্যস্ত থাকিতেন। কখনও জলঘড়ি প্রস্তুত হইতেছে, কখনও একটা ইদুরকে ধরিয়া তাহার দ্বারা একটা ছোট কল চালান হইতেছে, আবার কখনও কখনও একটা ঘুড়ির লেজে একটা কাগজের লণ্ঠন বাধিয়া দেওয়া হুইত, যেন গ্রামের লোকের দিনের বেলায় তারা দেখিতে পায় ! এইরূপ ক্রীড়াকৌতুকেই তাহার বেশ আগ্রহ দেখা বাইত। একদিন উপর ক্লাসের একটি বেশী বয়সের ছেলে র্তাহাকে একটা লাথি মারে ; নিউটন তাহার ধৃষ্টতা সহ করিতে ন পারিয়া তাহার সহিত মারামারি করেন। এই মারামারিতে তাহারই জয় হয়। মারামারিতে জয় লাভ করার পর হইতে লেখাপড়ায়ও অপর বালকদিগকে জয় করিবার জন্ত র্তাহাকে সচেষ্ট দেখা যায়। ইহার পর হইতে নিউটন স্কুলের একজন ভাল ছেলে বলিয়া পরিগণিত হইলেন। যখন তাহার বয়স পনর বৎসর তখন র্তাহার মাতা পুনরায় বিধবা হইয়া উলস্থৰ্পে ফিরিয়া আসিয়া তাহাকে স্কুল হইতে ছাড়াইয়া আনেন এবং চাষবাসের তত্ত্বাবধান কাৰ্য্যে তাহাকে নিযুক্ত করিয়া দেন। কিন্তু শীঘ্রই