পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিউটন ు డిసె দেখা গেল যে, চাষবাসের তত্ত্বাবধান তাহার দ্বারা ভালরূপই হইতেছে! প্রায়ই দেখা যাইত যে তিনি চাষবাসের তত্ত্বাবধান ফেলিয়া কোন বেড়ার বা ঝোপের ধারে বসিয়া বসিয়া অঙ্ক কসিতেছেন বা ছোট ছোট কল প্রস্তুত করিতেছেন। এই ব্যাপার দেখিয় তাহার এক মাম তাহার ধাকে বলিয়া তাহাকে পুনরায় স্কুলে পাঠাইয়া দিলেন এবং সেখান হইতে শীঘ্রই তিনি বিখ্যাত কেম্বি জ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত টুনিট কলেজে প্রেরিত হইলেন । বিশ্ববিদ্যালয়ে প্রবেশ লাভ করার পর হইতেই তাহার অন্তর্নিহিত ধীশক্তি বিকাশ লাভ করিতে থাকে। তিনি অনন্তমনে অঙ্কশাস্ত্রের চর্চা করিতে লাগিলেন এবং শীঘ্রই সতীর্থ যুবকগণকে ঐ বিদ্যায় ছাড়াইয় গেলেন। কলেজের পঠদ্দশাতেই তিনি অঙ্কশাস্ত্র সম্বন্ধে অনেকগুলি মৌলিক গবেষণা করিয়াছিলেন। একুশ বাইশ বৎসর বয়ঃক্রমকালে তিনি দ্বিপদ-সিদ্ধান্ত (binomial theorem) আবিষ্কার করিয়া ফেলিলেন এবং শীঘ্রই শূন্তবৃদ্ধি-সিদ্ধান্ত (theory of fluxions) siffæfA FffIi fEFfCAfsIIfA *|†††A (Differential calculus) also গণিতবিদ্যার ভিত্তি স্থাপন করিয়াছিলেন। কিন্তু তিনি এই সকল আবিষ্কার করিয়াই সন্তুষ্ট ছিলেন, উহা প্রকাশ করিবার কল্পনা র্তাহার মনে আদেী উদিত হয় নাই। ১৬৬৪ খ্ৰীষ্টাব্দে তিনি বি, এ পাশ করিয়া একটি বৃত্তি প্রাপ্ত হন এবং তাহার পর বৎসর কেন্ধি জে প্লেগ হওয়াতে তিনি নিজ গ্রামে প্রত্যাবর্তন করেন।