পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিউটন >2位 অনুরোধ করিতে বাধ্য হইয়াছিলেন। এইরূপে তাহার সুদীর্ঘকালব্যাপী সাধনা সফল হইয়াছিল ;–তিনি অনন্ত জ্যোতিষ্কমণ্ডলীর গতির কারণ সঠিকৰূপে আবিষ্কার করিতে সক্ষম হইয়াছিলেন । “প্রিন্সিপিয়া” গ্রন্থ। ইহার পর হষ্টতে তিনি কয়েক বৎসর ধরির অনন্তমনে বিশ্বাকর্ষণ-সম্বন্ধে চিন্তা করিতে লাগিলেন ; এবং তাহার গবেষণার ফল জগতের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক গ্রন্থ “প্রিন্সিপিয়া” নামক পুস্তকে সন্নিবেশিত করিতে লাগিলেন। তিনি এই সময় চিন্তায় এমনই নিমগ্ন থাকিতেন যে স্নানাঙ্গরের কথা অনেক দিন ভুলিয়াই যাইতেন। একদিন তাহার এক বন্ধু—ডাক্তার ষ্টকূলে র্তাহার সচিত দেখা করিতে গিয়া দেখিতে পাইলেন যে একটি টেবিলে নিউটনের জন্ত খাবার ঢাকা দেওয়া রহিয়াছে ; ডাক্তারটি কিছুক্ষণ পরে আস্তে আস্তে ভোজন সমাপ্ত করিয়া মুরগীর হাড়গুলি প্লেটে রাখিয়া দিয়া থাবার যেমন ঢাকা ছিল সেইরূপ ঢাকা দিয়া রাখিয়া দিলেন ; তারপর নিউটন আসিয়া বন্ধুর সহিত আলাপ করিতে করিতে আহার করিতে বসিলে প্লেট খুলিয়া বিস্ময়ের সহিত বলিয়া উঠিলেন—“অঁ্যাঃ ! আমি মনে করিয়াছিলাম যে আমি এখনও খাই নাই বুঝি, এখন দেখিতেছি আমার খাওয়া হইয়া গিয়াছে ত।” এইরূপ একাগ্রতা, এইরূপ অধ্যবসায় না থাকিলে “প্রিন্সিপিয়ার” দ্যায় অমূল্য গ্রন্থ কখনও রচিত হইতে পারিত না । নবাবিষ্কৃত বিশ্বকর্ষণের সিদ্ধান্ত হইতে বহু নূতন তথ্য অঙ্কশাস্ত্রের সাহায্যে তিনি আবিষ্কার করিয়া এই গ্রন্থে সন্নিবেশিত করিয়াছিলেন।