পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিউটন ১২৭ আবিষ্কার করিয়াছিলেন, নিউটন সেগুলি বিশদভাবে বর্ণনা করেন এবং তাহাদের বিশদ ব্যাখ্যা দেন। তিনি এই সকল নিয়ুমের সাহায্যে পতনশীল দ্রব্যের গতির নিয়ম গণনা করেন এবং তাহাদের পথের স্বরূপও নির্ণয় করেন । কেপলারের আবিষ্কৃত নিয়মাবলী –কেপলার জ্যোতিক মণ্ডলীর গতি সম্বন্ধে যে তিনটি নিয়ম আবিষ্কার করিয়াছিলেন নিউটন সেইগুলির বিশদ ব্যাখ্যা করেন এবং তাহ হইতে বিশ্বাকর্ষণের দূরত্বমূলক নিয়ম ও অন্তান্ত কয়েকটি নিয়ম আবিষ্কার করেন । দ্রব্যের ওজন ও জ্যোতিষ্কমণ্ডলীর আক্ষেপিক গুরুত্ব । তিনি নিৰ্দ্ধারণ করেন যে বিশ্বাকর্ষণই দ্রব্যসমূহের ওজনের কারণ এবং স্বৰ্য্য, চন্দ্র প্রভৃতি পৃথিবী অপেক্ষ কতগুণ গুরু বা লঘু তাহাও তিনি নির্ণয় করেন, যথা চন্দ্র পৃথিবী অপেক্ষা প্রায় তিরাশি গুণ লঘু এবং স্বৰ্য্য ৩১৬০০০ গুণ ভারী। জোয়ার ভাটার কারণ ।—তিনি দেখাইয়াছেন যে চন্দ্র ও স্বর্য্যের আকর্ষণের জন্তই সমুদ্রে জোয়ার ভাট খেলে; এবং জোয়ার ভাটার পরিমাণও তিনি গণনা করিয়াছিলেন। পৃথিবীর আকার –তিনি কেবলমাত্র গণনার দ্বারা সপ্রমাণ করেন যে পৃথিবী ঠিক গোলাকার নহে, উত্তর দক্ষিণে একটু চাপ এবং কতটা চাপা তাহাও সঠিক নির্ণয় করেন। তিনি দেখাইলেন যে ভূমধ্য-রেখা-ব্যাস মেরু-রেখা-ব্যাস অপেক্ষ ২৮ মাইল বড়। গ্ৰহগণের পরস্পর আকর্ষণ জনিত তাহীদের গতির বিকৃতি —তিনি দেখিলেন যে প্রত্যেক গ্রহ কেবল স্বর্ঘ্যের দ্বারা