পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fēR గ YSసె’ সেই কলেজের ফেলো নিৰ্ব্বাচিত হন এবং দুই বৎসর পরে' কেজি বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত লিউকেশিয়ান-অধ্যাপক-পদে ডাক্তার ব্যারোর স্থানে নিযুক্ত হন। ডাক্তার ব্যারো অবসর গ্রহণ করিবার সময়, অঙ্কণাস্ত্রে নিউটনের অসামান্ত পারদর্শিতা দেখিয়া, নিজেই তাহীর নিয়োগের জন্ত অনুরোধ করিয়াছিলেন । এইরূপে নিউটন মাত্র ছাব্বিশ বৎসর বয়সে কেজি বিশ্ববিদ্যালয়ে অঙ্কশাস্ত্রের অধ্যাপকৰূপে নিযুক্ত হন। ক্রমশঃ তাহার যশ পরিব্যাপ্ত হইতে থাকিলে ১৬৭২ খৃষ্টাব্দে তিনি বিখ্যাত রয়েল সোসাইটির সভ্য নিৰ্ব্বাচিত হন। পূৰ্ব্বেই বলা হইয়াছে যে ১৬৮৭ খৃষ্টাঙ্গে তাহার প্রিন্সিপিয়া গ্রন্থ প্রকাশিত হয়। ইহার পাঁচ বৎসর পরে তিনি পালামেন্ট মহাসভার একজন সভ্যরূপে" নিৰ্ব্বাচিত হন এবং ১৬৬৯ খৃষ্টাব্দে টাকশালের কর্তৃত্বপদ প্রাপ্ত হন। ১৭০৩ খৃষ্টাব্দে তিনি রয়েল সোসাইটির সভাপতি নির্বাচিত হন এবং যাবজ্জীবন তিনি ঐ পদে প্রতিষ্ঠিত ছিলেন । ; : ...,' সূৰ্য্যালোক বিশ্লেষণ। . (Dispersion of Sunlight ) श्रूहेि नगा इङ्गेब्र:रह ८व २४४४ गांल इक्वेटठ २४१२ द তাহার কিছুকাল পর পর্যন্ত নিউটনের বিশ্বাকর্ষণ সম্বন্ধে গবেষণ।' বন্ধ ছিল। কিন্তু তাই বলিয়া এই কয় বৎসর তিনি যে চুপ করিয়া নসিয়াছিলেন তাহা নহে। ঐ সময় তিনি, আলোকশাস্ত্রে । (optics ) মনোনিবেশ করিয়াছিলেন এবং আলোক সম্বন্ধে বহু গবেষণা করিতে সমর্থ হইয়াছিলেন। তিনি নিজেই ৰশিল্পী ఫి