পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

निऊँछ्रेन bēy তবে সাতটি রং বেশ ধরা যায়। এখন নিউটনের জিজ্ঞাস্ত্র হইল দুইটি বিষয়—প্রথম, এই বিচিত্র বর্ণছত্র সুৰ্য্যের খেত আলোক হইতে কিরূপে আসিল ? এবং দ্বিতীয়, বর্ণছত্ৰ গোল না হইয়া লম্বা হইল কেন ? এই দুইটি প্রশ্নের মীমাংসা করিবার জন্য , তিনি বর্ণছত্রের প্রত্যেক রং এক একটি করিয়া অপর একটি ত্রিশির কাচের মধ্যে প্রেরণ করিয়া উহা অার একটি পর্দায় ধরিলেন। তাঁহাতে তিনি দুইটি বিষয় লক্ষ্য করিলেন-- প্রথম, এই সাতটি রঙ্গের কোনটিও ত্রিশিরা কাচের মধ্য দিয়া গিয়া আর ভাঙ্গিয় অন্ত রঙ্গে পরিণত হইতেছে না, লাল রং , লালই থাকিস্থা যাইতেছে, বেগুনে রং বেগুনেই থাকিতেছে। দ্বিতীয়—যে রংটি বর্ণছত্রে যে স্থান অধিকার করিয়াছিল, এখনও উহা ঠিক পর পর সেই স্থান অধিকার করিয়া রহিয়াছে। ইহা হইতে তিনি তাহার দুইটি প্রশ্নেরই উত্তর পাইলেন। প্রথম প্রশ্নের উত্তরে স্থির করিলেন ষে বখন লাল প্রভৃতি সাতটি রং বিশ্লিষ্ট হইয়া মন্ত রঙ্গে পরিবৰ্ত্তিত হইতেছে না, তখন Gştại vijf qe ( primitive colours ) qq xGốJH Ç{z আলোক এই সাতটি আদি রঙ্গের সমষ্টি বা সংমিশ্রণ ; ত্রিশিরা কাচের মধ্য দিয়া যাইবার সময় শ্বেত আলোক বিশ্লিষ্ট হইয়া সাতটি আদি রঙ্গে পরিণত হয়। র্তাহার দ্বিতীয় প্রশ্নেরও উত্তর মিলিল—তিনি দেখিতে পাইলেন যে সাতটি রং ত্রিশির কাচের মধ্য দিয়া যাইবার সময় বিভিন্ন পরিমাণে বাকিয়া ( refracted ) যায় –লাল রং সৰ্ব্বাপেক্ষা কম বাকিয় থাকে মোর বেগুণে রং সৰ্ব্বাপেক্ষা বেশী বঁকিয়া যায় এবং, অন্ত অম্ভ রংগুলি এই দুই রংএর মাঝামাঝি পরিমাণে বাকিয় থাকে।