পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

గ్రీతిట్టి বৈজ্ঞানিক জীবনী “অপৃটিকসৃ” গ্রন্থ। নিউটন আলোক সম্বন্ধে আরও অনেক আবিষ্কার করিয়া গিয়াছেন। তাহার আলোক সম্বন্ধে বিবিধ আবিষ্কার তাহার “অপটিক্স” (optics) নামক দ্বিতীয় মহাগ্রন্থে সন্নিবেশিত হইয়াছে। তিনি আর কিছু না করিয়া যদি কেবল এই গ্রন্থখানিক্ট রচন। করিয়৷ যাইতেন তাহা হইলেও তিনি বৈজ্ঞানিক সমাজে যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করতে পারিতেন । এখানে এই সকল আবিষ্কারের বিস্তৃত পরিচয় দেওয়া সম্ভবপর নহে বলিয়া সংক্ষেপে দুই একটির উল্লেখ করা গেল মাত্র। - নূতন দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার। স্থপ্রসিদ্ধ ইটালীয় বৈজ্ঞানিক গেলিলিও দূরবীক্ষণ যন্ত্র প্রথম আবিষ্কার করিয়াছিলেন । কিন্তু তাহার যন্ত্রে কাচ নিৰ্ম্মিত উন্নতোদর লেন্স (convex lens) ব্যবহৃত হইত বলিয়া পূৰ্ব্বোক্ত বর্ণছত্র ছবির চারিপাশে দেখা যাইত। তাহাতে ছবি অস্পষ্ট হইত। নিউটন কাচের লেন্স পরিত্যাগ করিয়া পরিষ্কার উজ্জ্বল sigfaffs arsson nosa (concave metallic mirror) ব্যবহার করিলেন। এইরূপ দূরবীক্ষণ যন্ত্রকে “পরাবর্তনীয় দূরবীক্ষণ যন্ত্ৰ” ( reflecting telescope ) বলে এবং আধুনিক অনেক বৃহত্তম দূরবীক্ষণ যন্ত্র নিউটনের আবিষ্কৃত যন্ত্রের অনুযায়ী করিয়া নিৰ্ম্মিত হইয়া থাকে। র্তাহার নিৰ্ম্মিত দূরবীক্ষণ যন্ত্রটি রয়েল সোসাইটতে এখনও রক্ষিত আছে। উহার একখানি প্রতিকৃতি এখানে প্রদত্ত হইল। . . . . . . . . . . .