পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}\లిస్టి ट्रैदल्लjनिक छैौदनी ব্যোম নামক সৰ্ব্বত্র বিদ্যমান অতি স্বক্ষ পদার্থের হিল্লোলে আলোকের উদ্ভব হইয়া থাকে। . শব্দের গতি নির্ণয়। আলোক সম্বন্ধে গবেষণা ব্যতীত শব্দ (ound) সম্বন্ধেও তাহার অনেক গবেষণা আছে। শুদ্ধ সম্বন্ধে বিবিধ গবেষণ। র্তাহার প্রিন্সিপিয়া গ্রন্থের দ্বিতীয় ভাগে সঃি বেশিত হইয়াছে। প্রাচীন হিন্দুরা বোম বা আকাশের eেther) গুণ শব্দবহন বলিয়া স্বীকার করিয়া গিয়াছলেন, কিন্তু আধুনিক বিজ্ঞান সপ্রমান করিয়াছে যে ইথার প্রকৃতপক্ষে শব্দবহু নহে, বায়ুষ্ট শকাবহ। শদিত দ্রব্যের দ্বার বায়ুর মধ্যে তরঙ্গ উখত হয় এবং সেই তরঙ্গ কৰ্ণপটাহে আঘাত করে বলিয়া আমরা শক শুনিতে পাই। শব্দজনিত বায়ুর তরঙ্গ কিরূপে উখিত ও পতিত হয় নিউটন তাহা সঠিক ব্যাখ্যা করিয়া যান এবং শব্দের গতিও ( vel city) নির্ণয় করেন। তাহার গণনা একেবারে সঠিক ন হইলেও তাহ প্রথম চেষ্টার পক্ষে যথেষ্ট ছিল। . নিউটনের সর্বত্তোমুখী প্রতিভা শুধু জ্যোতি ও পদার্থ বিষ্ঠার গবেষণাতে ক্ষাস্ত হয় নাই, নিউটন রসায়নশাস্ত্রেও গবেষণা করিয়াছিলেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তাহার ডায়মণ্ড নামক কুকুর তাহার অনুপস্থিতে একদিন একটা বাতি উণ্টাইয়৷ ফেলিয়া দেওয়াতে সেই আগুনে তাহার রাসায়নিক গবেষণার পাণ্ডুলিপিগুলি সব পুড়িয়া গিয়াছিল। তিনি এই দুর্ঘটনায় "অত্যন্ত হুঃখিত হইয়াছিলেন এবং কুকুরটিকে সম্বোধন করিয়া বলিয়াছিলেন ডায়মও ! ডায়মও ! তুমি 'জান না যে ভূমি