পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. নিউটন . . 、3弘 আজ কি ক্ষতিই করিয়াছ!" এই দুর্ঘটনার পর তিনি আর কোনও বড় বৈজ্ঞানিক আবিষ্কার করিতে পারেন নাই। , “, পূর্বেই বলা হইয়াছে যে নিউটন আবিষ্কার করিয়াই ক্ষান্ত থাকিতেন, অনেক সময় তাহা জনসমাজে প্রচারিত কৰিবাৱ কল্পনা র্ত্যহার মনে উদিত হইত না। তাহার ফল এই হষ্টয়াছিল যে, অনেক সময় তাগকে স্বীয় আবিষ্কারের মৌলিকতা লইয়া অপরের সহিত বিবাদ করিতে হইত। ১৬৬৫ খৃষ্টাব্দে তিনি Tygři foots (theory of fluxions) affols of Hছিলেন, কিন্তু উছার বহু পরে অর্থাৎ ১৬৯৩ খৃষ্টাব্দে উহ প্রকাশিত হয়। উহা প্রকাশিত হইবামাত্র বিখ্যাত জাৰ্ম্মাণ বৈজ্ঞানিক লাইবনিটজের সহিত উক্ত আবিষ্কারের পূর্বপর লইয় তাহার বিলক্ষণ তর্কবিতর্ক হইতে থাকে। যদি তিনি উক্ত আবিষ্কার সময়দ ত প্রকাশ করিতেন তাহা হইলে লাইবনিটজের দাবী আদৌ উঠিত না। ফলে বে সময় উহা প্রকাশিত হইয়াছিল সেই সময়ে জাৰ্ম্মাণিতেও উহা লাইবনিটজ দ্বারা আবিষ্কৃত হইয়াছিল। আবার যখন “প্রিন্সিপিয়া” রচনার অনেক পরে উহা হলে কর্তৃক প্রকাশিত হইল তখনও হুক নামক আর একজন ইংরাজ বৈজ্ঞানিক তাহার আবিষ্কারের :ভাগ লইবার দাবী করিয়া বসিলেন। আসল কথা এই যে বিশ্বকর্ষণ সম্বন্ধে নিউটনের আবিষ্কার যথাসময়ে প্রকাশিত না হওয়াতে হুক, রেন, হালে প্রভৃতি অপরাপর বৈজ্ঞানিকগণও ঐ সম্বন্ধে স্বতন্ত্রভাবে আলোচনা করিয়াছিলেন। সমকালীন :আবিষ্কার বৈজ্ঞানিক জগতে অনেক দেখিতে পাওয়া যায়। .এই সকল অপ্রীতিকর তর্কবিতর্ক চিরশান্তিপ্রিয় নিউটন্‌কে