পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

尔皆 বৈজ্ঞানিক জীবনী বড়ই মৰ্ম্মপীড়া দিত। তিনি একদা বলিয়াছিলেন : “বিজ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী এমনই মোকদ্দমাপ্রিয় যে র্তাহার অনুচরবর্গকে তাহার সেবা করিতে হইলে বিলক্ষণ আইনজ্ঞও হষ্টতে হইবে।” মার এক সময় তিনি লাইবনিটজকে লিখিয়াছিলেন “আমার আলোক সম্বন্ধে সিদ্ধান্ত লইয়া তর্কবিতর্কে আমি এত উত্যক্ত হইয়া পড়িয়াছি যে আমার দুঃখ হয় যে একটা ছায়ার পশ্চাদ্ধাবন করিতে গিয়া আমি আমার জীবনের মুখশাস্তি হারাইয়া ফেলিয়াছি।” নিউটনের শেষজীবন স্বচ্ছন্দেই কাটিয়াছিল। তিনি টাকশালের অধ্যক্ষপদে উন্নীত হইয়া বাৎসরিক বারশত পাউণ্ড মাহিনী পাইতেন। র্তাহার বৈজ্ঞানিক প্রতিভা ইউরোপের সর্বত্রই সন্মানিত হইয়াছিল। সাম্রাজী অ্যান_১৭০৫ খৃষ্টাব্দে তাহাকে নাইট উপাধিতে ভূষিত করেন। তিনি বিবাহ করেন নাই, বোধ হয় বিবাহ করার কল্পনাও তাহার মনে কখনও উদিত হয় নাই। র্তাহার এক ভাগিনেয়ী ও র্তাহার স্বামী তাহার গৃহস্থালী রক্ষা করিতেন। তিনি চিরকাল ধৰ্ম্মবিশ্বাসী ছিলেন এবং ধৰ্ম্মশাস্ত্রের আলোচনাও করিতেন। ১৭২৭ খৃষ্টাব্দে ১০ই মার্চ তারিখে পচাণী বৎসর বয়ঃক্রমকালে তিনি স্বৰ্গারোহণ করেন। ওয়েষ্টমিমিষ্টার এবীতে মহাসমারোহে তাহার সমাধি হয় এবং ছয়জন সন্ত্রান্ত ব্যক্তি র্তাহার শবাধার বহন করেন । গেলিলিওর শোচনীয় পরিণাম ও তাহার.প্রতি ইটালীবাসীগণের অকৃতজ্ঞতার কথা মনে করিলে যেমন ক্ষুব্ধ হইয়া উঠিতে হয় তেমনি নিউটনের প্রতি ইংলণ্ডের অধিৰাসীগণের এইরূপ সম্মানপ্রদর্শনে আনন্দ হয়। নিউটনের আবিষ্কার কাহিনী সম্যক পাঠ করিলে স্বতই ৰিস্থিত হইতে হয় ষে কেমন করিয়া এক ব্যক্তি এতগুলি আবিষ্কার