পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ। নাগাৰ্জ্জন । . যেমন নব্য রসায়নের জন্মদাতা বিখ্যাত ফরাসী রাসায়নিক ল্যাভোয়াসিয়ে, সেইরূপ ভারতীয় প্রাচীন রসায়নের জন্মদাতা বলিয়া যদি কোন একজনকে নির্দেশ করা যায় তাহা হইলে নাগাৰ্জুনকে নিঃসন্দেহে ভারতীয় রসায়নের জন্মদাতা বলিয়। নির্দেশ কয়৷ যাইতে পারে। বহুবিধ তান্ত্রিক গ্রন্থে নাগাজুন তীৰ্য্যকৃপাতন efFHi ( Distillation ) nqs ধাতুর জারণ ও মারণ প্রক্রিয়ার আবিষ্কৰ্ত্ত বলিয়া স্বীকৃত হইয়াছেন। এখানে কয়েকটি প্রমাণ উদ্ধৃত হইল। চক্ৰপাণি লেহমরণ বর্ণনাকালে উহা নাগাৰ্জুন কর্তৃক প্রবর্তিত বলিয়া স্বীকার করিয়া গিয়াছেন। চক্ৰপাণি “নাগাৰ্জুন বৰ্ত্তি” বর্ণনকালে লিখিয়া গিয়াছেন “নাগাৰ্জুনেন লিখিত স্তম্ভে পাটলিপুত্রকে” ; ঐ বৰ্ত্তির একটা উপাদান মারিত তাম্র। রসেন্দ্রচিন্তামনি নাগাৰ্জ্জুনকে তিৰ্য্যকপাতন প্রক্রিয়ার আবিষ্কৰ্ত্ত বলিয়া স্বীকার করিয়া গিয়াছেন, “তিৰ্য্যকৃপাতনমিত্যুক্তং সিদ্ধনাগাৰ্জুনাদিভিঃ”। চক্ৰপাণি লেহুমারণ নাগাৰ্জুনের আবিষ্কার বলিয়৷ স্বীকার করিয়া গিয়াছেন— “নাগার্জনে মুনীন্দ্ৰঃ শশাস চল্লেীহশাস্ত্রমতিগহনম্।” নিত্যনাথ .fররচিত রসরত্নাকর নামক রসগ্রন্থে “ব্যাধিতানাং হিতার্থীয় প্রোক্তং নাগাৰ্জুনেন, বঃ ”এই শ্লোকে নাগাৰ্জুনকে একজন 母