পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাগাৰ্জুন 28? রসবিষয়ক উপদেষ্ট বলিয়া স্বীকার করিয়াছেন। এতদ্ভিন্ন, রসার্ণব, রসরত্নসমুচ্চয়, রসরাজলক্ষ্মী, রসকল্পস্থধাকর প্রভৃতি যাবতীয় তান্ত্রিক গ্রন্থে নাগাৰ্জুন একজন প্রধান রসবিষয়ক উপদেষ্ট বলিয়া গৃহীত হইয়াছেন। নাগাৰ্জুন রমরত্নাকর, আরোগ্যমঞ্জরী, রসেঙ্গমঙ্গল প্রভৃতি গ্রন্থের রচয়িতা বলিয়া প্রসিদ্ধ। নাগার্লনের আবির্ভাব কাল। এই রাসায়নিক নাগাল্গুন এবং মাধ্যমিক বৌদ্ধধৰ্ম্মের প্ৰবৰ্ত্তয়িত সিদ্ধ নাগাৰ্জুন একই ব্যক্তি বলির অনেকেই স্বীকার করিয়াছেন। স্বশ্বতের টীকাকার ডম্বনাচার্য্যের মতে নাগাৰ্জুন স্থশ্রতের প্রতিসংস্কৰ্ত্তা। মহাযান প্রবর্তক নাগাৰ্জুন যে একজন রাসায়নিক ও চিকিৎসাপারদর্শী ছিলেন সে বিষয়ে অনেক প্রমাণ বৌদ্ধ পালি, তিব্বতীয় ও চীন ভাষায় লিখিত নানা গ্রন্থ হইতে সংগৃহীত হইয়াছে। বিখ্যাত চীন পৰ্য্যটক হুয়েন স্তং সপ্তম শতাব্দীতে ভারত-পর্যটনে আসিয়াছিলেন । তিনি ভাতে আসিয়া নাগাৰ্জ্জুনকে একজন প্রসিদ্ধ বৌদ্ধ ও রাসায়নিক বলিয়৷ শুনিয়া গিয়াছিলেন। স্বপ্রসিদ্ধ তিব্বতীয় লামা তারানাথ তাহার বৌদ্ধধৰ্ম্মের ইতিহাসে নাগার্জনের চিকিৎসাশাস্ত্রে পারদর্শীতা সম্বন্ধে বিস্তর অতিমাম্বুধিক কিম্বদন্তী সংগ্ৰহ করিয়া গিয়াছেন। বাস্তবিক বহু মহাযান বৌদ্ধধৰ্ম্ম গ্রন্থ সমূহে নাগাৰ্জুন একই কালে ধৰ্ম্মপ্রবর্তক ও রাসায়নিক বলিয়া বর্ণিত আছেন। * = নাগাৰ্জুনের আবির্ভাব কাল লইয়া অনেক মতভেদ আছে।