পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8रें বৈজ্ঞানিক জীবনী যে সকল প্রমাণের দ্বারা তাহার আবির্ভাবকাল নিরূপিত হইতে পারে তাহা নিয়ে লিপিবদ্ধ হইল । , . . প্রথম। চীন পৰ্যটক হয়েন স্তাং নাগাৰ্জ্জুনকে রাজা শক্ত বাহনের বন্ধু বলিয়া নির্দেশ করিয়া গিয়াছেন। - দ্বিতীয়। পঞ্চম খৃষ্টাব্দে নাগাৰ্জ্জুনের জীবনী চীন ভাষায় ভাষান্তরিত হইয়াছিল। . . ' তৃতীয়। হর্ষচরিতকার বান নাগাৰ্জ্জুনকে রাজা শতবাহনের সমসাময়িক করিয়াছেন। - * , চতুর্থ। রাজতরঙ্গিনীর মতে নাগার্জন কনিষ্কের সমসাময়িক ছিলেন । - পঞ্চম। ডাক্তার রায় নাগাৰ্জুন কৃত ৰলিয়া প্রসিদ্ধ রস– রত্নাকর নামক গ্রন্থের যে অংশ সংগ্ৰহ করিয়াছেন তাহাতে নাগাৰ্জ্জুন, রাজা শালীবাহন, রত্নঘোষ ও মণ্ডব্যের সহিত কথোপকথন ছলে রসক্রিয় বর্ণিত আছে। ষষ্ঠ। মূল সংস্কৃত “স্কন্ধল্লেখা” নামক লুপ্ত পুস্তকের তিব্বতীয় ও চীন ভাষায় অনুবাদে নাগাৰ্জ্জুনকে রাজ শতবাহনের বন্ধু বলিয়া দেখিতে পাওয়া যায় । সপ্তম। প্রসিদ্ধ মুসলমান জ্যোতিষী এলবেরুনি মহম্মদ গজনবীর ভারত আক্রমণ কালে ভারতবর্ষে আসিয়াছিলেন। তিনি একজন নাগাৰ্জ্জুনের নাম উল্লেখ করিয়া গিয়াছেন। এই নাগাৰ্ছন সোমনাথের নিকট জন্মগ্রহণ করেন এবং রসায়নের সার সংগ্ৰহ করিয়া একখানি গ্রন্থ রচনা করেন । , এলবেরুনি আরও বলিয়াছেন যে তাহার গ্রন্থ দ্বপ্রাপ্য এবং তিনি এলবেরুনির একশত বৎসর পূৰ্ব্বে আবিভূত হইয়াছিলেন।. . . .