পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাগার্জন । ჯ8«ხ উপরোক্ত প্রমাণগুলি হইতে দেখিতে পাওয়া যাইতেছে যে অধিকাংশ প্রমাণ অনুসারে নাগাৰ্জ্জুন রাজ শতবায়ুনের সমসাময়িক ব্যক্তি। এই শতবাহন দাক্ষিণাত্যের অন্ধ বংশের একজন প্রসিদ্ধ নরপতি। দক্ষিণাত্যের অন্ধু বংশ খৃষ্টপূর্ব ৭৩ সাল হইতে খৃষ্টপরে ২১৮ সাল পর্য্যন্ত রাজত্ব করিয়াছিলেন। এই অন্ধ বংশ শতবাহন বংশ নামে প্রসিদ্ধ। শতবাহন বংশের ঠিক কোন নৃপতি নাগাৰ্জ্জুনের সমসাময়িক ছিলেন তাই সঠিক স্থির করা কঠিন। সেই জন্ত আমরা নাগাৰ্জুনকে দ্বিতীয় খৃষ্টাব্দীর রাসায়নিক বলিয়া স্থির করিলাম। নাগাৰ্জুন দ্বিতীয় শতাব্দীর লোক হইলে হুয়েন স্তাং এর শ্রত কিম্বদন্তীর অর্থ সঙ্গত হয়। রসরত্নাকরের রাজা শালীবাহন খুব সম্ভবতঃ রাজ শতবাহনের সহিত অভিন্ন। রাজতরঙ্গিনীর মতে নাগাৰ্জুন রাজা কনিক্ষের সমসাময়িক। কিন্তু কনিক্ষের কাল লইয়া বিলক্ষণ মতভেদ আছে। ফ্লিট (Fleet) সাহেব কনিষ্কের রাজত্ব আরম্ভের কাল খ্ৰীষ্টপূৰ্ব্ব ৫৭ সাল করিয়াছেন, ভিনসেন্ট স্মিথ ১২০ খ্ৰীষ্টাব্দ করিয়াছেন এবং তাণ্ডার্কার ২৭৮ খ্ৰীষ্টাব্দ করিয়াছেন। কনিষ্কের যে কালই নিৰ্দ্ধারিত হউক, নাগাৰ্জুনকে দ্বিতীয় খ্ৰীষ্টাব্দীর লোক বলিয়া নির্দেশ করিলে বেশী ভুল হইবে না। এলবেরুনি নিশ্চয়ই নাগাৰ্জ্জুনের কাল ভুল করিয়াছেন। তিনি রসায়ন শাস্ত্রকে অবজ্ঞা করিতেন এবং “রস” অর্থে পারদ না করিয়া “স্বর্ণ” করিয়া গিয়াছে। তিনি লিখিতেছেন যে, নাগাৰ্জুনের গ্রন্থ দ্বন্দ্রাপ্য, অথচ লিখিতেছেন যে, মাত্র একশত বৎসর পুৰ্ব্বে নাগাৰ্জুন প্রাচুভূত হইয়াছিলেন। তাহার শ্রত কথার উপর নির্ভর করিয়া অন্ত প্রমাণের বিরোধী মত গ্রাহ হইতে পারে না।