পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাগাৰ্জুন S8 & মধ্যস্থিত একটি দ্বীপে জনৈক সাধুপুরুষের নিকট যাইবার ইচ্ছ। করিলেন। তিনি বিদ্যাবলে একটি সম্মোহিত বৃক্ষের দুইটি, পত্র একত্র করিয়৷ তদুপরি আরোহণ করিয়া সেই দ্বীপে উপস্থিত হইলেন।......নাগাৰ্জুন স্বর্ণপ্রস্তুতপ্রক্রিয়া শিক্ষা করিয়া নলেন্দ্রবিহারে ফিরিয়া আসেন এবং প্রভূত পরিমাণে স্বর্ণ উৎপাদন করিয়ু সেই অর্থে তিনি সমস্ত ভিক্ষুকদিগকে পরিপোষণ করিতে লাগিলেন। তিনি পরে যোগশিক্ষা করিয়া সিদ্ধিলাভ করিয়াছিলেন। নাগাৰ্জুন অনেক চৈত্য বিহার স্থাপন করিয়াছিলেন এবং বিজ্ঞান, চিকিৎসা, জ্যোতিষ ও রসায়ন সম্বন্ধে অনেক গ্রন্থ রচনা করিয়াছিলেন। শ্ৰীসরহুভদ্রের মৃত্যুর পর নাগাৰ্জ্জুন নলেন্দ্রবিহারের অধ্যক্ষ নিযুক্ত হইয়া খুব দক্ষতার সহিত বিহারের কার্য্য পরিচালনা করেন। তাহার গুরু সরহভদ্র মাধ্যমিক দর্শনের মাত্র বীজ রোপন করিয়াছিলেন, তিনি এষ্ট দর্শনকে স্বপ্রতিষ্ঠিত ভিত্তিতে স্থাপন করেন।” উপরোক্ত ও অন্তান্ত কিম্বদন্তী হইতে জানা যায় যে পূৰ্ব্বে নাগাৰ্জুন ব্রাহ্মণসস্তান ছিলেন, পরে বৌদ্ধধৰ্ম্মে দিক্ষিত হন। শ্ৰীসরহুভদ্র তাহার গুরু ছিলেন এবং তাহার মৃত্যুর পর নাগাৰ্জ্জুন নলেন্দ্রবিহারের অধ্যক্ষ হন। তিনিই মাধ্যমিক দর্শনের প্রতিষ্ঠাতা এবং একইকালে রসায়ন, চিকিৎসা প্রভৃতি শাস্ত্রে গ্রন্থ রচনা করিয়া গিয়াছেন । নাগাৰ্জ্জুন স্বশুতের প্রতিসংস্কর্তা। স্বশ্বতের টীকাকার ডম্বনাচার্য্যের মতে নাগাৰ্জুন প্রাচীন সুশ্রতের প্রতিসংস্কৰ্ত্ত ও স্বশ্ৰতের উত্তরতন্ত্রের রচয়িতা। এই У о