পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ8Ꮼ বৈজ্ঞানিক জীবনী উত্তরতন্ত্রে বিবিধ ব্যাধি ও কাল্পচিকিৎসা বর্ণিত হইয়াছে। মুশ্রতের অন্তান্ত স্থানে অস্ত্রচিকিৎসারই বর্ণনা বিশদভাবে আছে, কায়চিকিৎসার বর্ণনা খুব সামান্ত । föösövitsa (Distillation) of Ft. I রসেন্দ্রচিন্তামণি প্রভৃতি গ্রন্থের মতে নাগাৰ্জুন ত্যিকপাতন প্রক্রিয়ার আবিষ্কৰ্ত্তা । তিৰ্য্যকপাতন প্রাচীনকালে প্রধানতঃ মুরা ও পারদ বিশুদ্ধ করিবার জন্তই আবিষ্কৃত হইয়া থাকিবে। রসেন্দ্রচিন্তামণিতে নাগাৰ্জুন প্রভৃতি ঋষিগণের প্রবর্তিত তিৰ্য্যকপাতন প্রক্রিয় নিম্নলিখিতভাবে বর্ণিত আছে —দুইটী কলসী লইয়া একটি কলসীতে পারদ ও অপর কলসীতে জল রাখিয়৷ উভয় কলসীকে তিৰ্য্যক ভাবে বসাইতে হইবে এবং উভয়ের মুখ একত্রিত করিয়া সেই জোড়মুখ রুদ্ধ করিয়া দিতে হইবে। অতঃপর যে কলসীতে পারদ আছে সেই কলসীতে জাল দিতে থাকিবে, যতক্ষণ না পৰ্য্যন্ত পারদ জলযুক্ত কলসীতে প্রবিষ্ট হয়।(১) এই প্রক্রিয় আধুনিক তিৰ্য্যকপাতন প্রণালীর পূর্বাভাস। জলযুক্ত কলসী condenser এর কার্য্য করিতেছে। জল পাতিত (১) ঘটে রসং ধিনিক্ষিপ্য সজলং ঘটমগুৰুং । তিৰীমুখ স্বয়ংকৃত্বা তন্মুখং রোধরেং স্বৰী । ब्रमां८षl बांजtग्नमग्रेि९ यांय६ ग्रूश्tउ छल६ विएनं९ ।। তিৰ্য্যকপাতনাম্যভুক্তং সিৰ্দ্ধৈনাগার্জনাদিভিঃ ॥ রসেন্ত্রচিন্তামণি ।