পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ । আর্যভট্ট। অক্ষশাস্ত্রে প্রচীন ভারত যে অনেক পরিমাণে জগতের শিক্ষাগুরু ছিল—এ কথা এখন অবিসম্বাদীরূপে গৃহীত হইয়াছে। দশমিক ভগ্নাংশের ( Decimal system ) আবিষ্কার সর্বসম্মতি অনুসারে ভারতে হইয়াছিল । সংখ্যালিখনের ( system of numeration ) পদ্ধতিও ভারতীয় আবিষ্কার । এই ১, ২, ৩, প্রভূতি সংখ্যাগুলি আরবীয়গণ গ্রহণ করিলে পর তাহা ক্রমশঃ ইউরোপে গৃহীত হয়। প্রাচীন গ্ৰীসদেশের সহিত প্রাচীন ভারত জ্যোতিষশাস্ত্রের শিক্ষণগুরু বলিয়। গৌৰব করিতে পারে। আর্য্যভট্ট, ব্রহ্মগুপ্ত, বরাহমিহির, ভাস্করাচার্য্যের অঙ্কশাস্ত্র ও জ্যোতিষ সঙ্গন্ধে গবেষণা শুধু ভারতের কেন, জগতের গৌরবের সামগ্রী। এই কয়জন মহাপুরুষের অগ্রণী আর্য্যভট্টের বিষয় এই প্রবন্ধে সংক্ষেপে আলোচনা করিবার ইচ্ছা আছে। । আৰ্য্যভট্ট বা আৰ্য্যভটের জীবন বৃত্তান্ত সম্বন্ধে খুব কমই জানা গিয়াছে। র্তাহার গ্রন্থপাঠে জানা যায় যে তিনি ৩৫৭৭ কলাব্দে বা ৩৯৮শকে (৪৭৬ খৃঃ অঃ ) জন্মগ্রহণ করেন এবং ২৩ বৎসর বয়ঃক্রম কালে তাহার স্নপ্রসিদ্ধ গ্রন্থ “আৰ্য্যভটিয়” বা "আর্য্যভট্টতন্ত্র” রচনা করেন। তিনি গ্ৰীকদিগের নিকট অদূবেরিয়ুস বা অন্ধু বেরিয়ুস এবং আরবীয়গণের নিকট অঙ্গভর