পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 & 8 বৈজ্ঞানিক জীবনী নামে প্রসিদ্ধ ছিলেন। কুসুমপুর বা পাটলীপুত্ৰ (আধুনিক পাটনা) তাহার বাসস্থান ছিল এবং এই স্থানেই তিনি “আৰ্য্যভটিয়” গ্রন্থ রচনা করেন। “আৰ্য্যভটিয়” গ্রন্থ। “আৰ্যভটিয়” গ্রন্থেৰ পূৰ্ব্বেকার জ্যোতিষ भाश वज्हे অনিশ্চিত, সেইজন্য আর্যভট্টকে এক হিসাবে আধুনিক ভারতীয় জ্যোতিষের প্রতিষ্ঠাতা বলা যাইতে পারে। তাহার পূর্বে ব্রহ্মসিদ্ধান্ত, স্বৰ্য্যসিদ্ধান্ত, ব্যাসসিদ্ধান্ত প্রভৃতি অনেকগুলি সিদ্ধান্ত ছিল বলিয়া পরবর্তী জ্যোতিষ গ্রন্থ সমূহে দেখা যায়, কিন্তু তাহাদের অনেকগুলি লুপ্ত হইয়া গিয়াছে। কোন কোন সিদ্ধান্ত পরবর্তীকালে পরিবর্তিত হইয়া এখনও বিদ্যমান আছে । ইহাদের মধ্যে ব্রহ্মসিদ্ধান্ত সৰ্ব্বপ্রাচীন এবং আর্য্যভট্ট লিখিয়াছেন যে তিনি এই স্বয়ম্ভব বা ব্রহ্মসিদ্ধান্ত অবলম্বন করিয়া তাহার গ্রন্থ রচনা করিয়াছেন । ইহাতে বেশ জানা যাইতেছে যে তিনি প্রাচীন গ্রীকগণের গ্রন্থ হইতে কোনও বিষয় গ্রহণ করেন নাই। তাহার অভিমতগুলি ভারতীয় এবং গ্রীকসংশ্ৰবণুষ্ঠ। এই গ্রন্থখানি চারিভাগে বিভক্ত গীতিকাপাদ, গণিতপাদ, কালক্রিয়াপাদ এবং গোলপাদ। গণিতপাদে পাটীগণিত এবং বাকি তিন ভাগে জ্যোতিষ ও গোলগণিত আলোচিত হইয়াছে।* .

  • থষ্টপূৰ্ব্ব দুই তিন সহস্ৰ বৎসরের ভারতীয় জ্যোতিষীৰ জ্ঞান সম্বন্ধে Brennand's Hindu Astromony Co. I