পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○也 বৈজ্ঞানিক জীবনী পৃথিবীর আবর্তন আবিষ্কার। ভারতে আৰ্য্যভট্ট ভূভ্রমণের আবিষ্কারক বলিয়াই প্রসিদ্ধ। কেহ কেহ বলেন যে বেদেও ভূভ্রমণ সুচিত হইয়াছে। কিন্তু বৈজ্ঞানিক তথ্যরূপে আর্যভট্টই উহার আবিষ্কারক বলিয়াই স্বীকৃত হন। আর্য্যভট্টের পরবর্তী জ্যোতিষীগণ কেহই ভূভ্রমণ স্বীকার করেন নাই। অতএব এরূপ মনে হয় যে ভারতবর্ষে আর্যভট্ট একমাত্র ভূভ্রমণ আবিষ্কৰ্ত্ত ও পরিপোষক । গ্ৰীসদেশে ভূভ্ৰমণবাদ অতি প্রাচীনকালে একবার আবিষ্কৃত হইয়াছিল, কিন্তু কেহই তাহা স্বীকার না করাতে উহা বিলুপ্ত হইয়া যায়। স্বপ্রসিদ্ধ দার্শনিক পিথাগোরাস * (খৃষ্টপূৰ্ব্ব

  • “ঢাকা রিভিউ ও সম্মিলনে" একজন লেখক লিথিয়াছেন ( ১৩১৮, কাৰ্ত্তিক ও অগ্রহায়ণ, পৃঃ ২৬• )—“গ্রীসদেশবাসী পিথাগোরস প্রভৃতি কতিপয় পণ্ডিত জাৰ্য্যভট্টের মত ভারত হইতে নিয়া স্বদেশে প্রচার করেন।” বলা ৰাহুল্য পিথাগোরস আধ্যভট্টের প্রায় হাজার বৎসর পূর্বে আবিভূত হইয়াছিলেন। শ্ৰীযুক্ত যোগেশচন্দ্র রায় মহাশয় লিখিয়াছেন "আৰ্য্যসিদ্ধান্তকারগণের মধ্যে আৰ্য্যভট্টই প্রথমে দিবারাত্র ভেদের কারণ স্বরূপ পৃথিবীর আবৰ্ত্তন স্বীকার করিয়াছিলেন । ইউরোপে শকের পঞ্চদশ শতাব্দীতে কোপর্ণিক প্রথমে ভূভ্রমণবাদ যথোচিত প্রকাশ করেন। তাহার সহস্ৰ বৎসর পূৰ্ব্বে আর্যভট সেই মত আবিষ্কার করিয়াছিলেন”। বলাবাহুল্য কোপার্নিকাসের বহু শতাব্দী পূৰ্ব্বে পিথাগোরাস পৃথিবীর আবৰ্ত্তন আবিষ্কার করিয়াছিলেন এবং এরষ্টারকল পৃথিবীর দৈনিক আবর্তন ও স্বর্ষ্যের চতুর্দিকে ভ্রমণের কথা জানিতেন। কোপাণিকাসের সহিত আৰ্য্যভট্টের তুলনা চলে না। কোপানিকস শুধু পৃথিবী কেন, সমস্ত গ্ৰহগণের স্বর্ঘ্যের চতুর্দিকে ভ্রমণ বৃত্তান্ত আবিষ্কার করিয়া আধুনিক জ্যোতিযের জন্ম দিয়া গিয়াছেন। আধ্যভট্টের তুলনা পিথাগোরাসের সহিত চলে।