পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর্য্যভট্ট እ« ፃ পঞ্চম পতাব্দী ) সৰ্ব্বপ্রথম স্বীকার করেন যে পৃথিবী আচল নহে, সচলা। কিন্তু তিনি জানিঙেন না যে উহা স্বৰ্য্যের চারিদিকে ঘুরিতেছে। তাহার পর এরিষ্টারকস (খৃষ্টপূৰ্ব্ব তৃতীয় শতাব্দী ) আবিষ্কার করেন যে পৃথিবী এক বৎসরে স্বৰ্য্যের চারিদিকে ঘুরিতেছে, এবং স্বীয় অক্ষের উপরেও ঘুরিতেছে বলিয়া দিবারাত্র হষ্ণু থাকে। তাহার এই সিদ্ধাস্ত সকলেই অগ্রাহ করেন এবং এরিষ্টারকসের জন্মের প্রায় আঠার সাত বৎসর পরে সুবিখ্যাত জ্যোতিষা কোপার্ণিকাস পৃথিবী এবং অন্তান্ত গ্ৰহগণের সুৰ্য্যের চতুর্দিকে ভ্রমণের কাহিণী পুনরায় প্রচার করেন। আর্যভট্টের সময় গ্ৰীসদেশে ভূভ্রমণবাদ একেবারে লুপ্ত হইয়া গিয়াছিল, সেইজন্ত আর্য্যভট্টকে আমরা ভুলমণবাদের একজন মৌলিক আবিষ্কারক বলিয়া অনায়াসে স্বীকার করিতে পারি। আর্যভট্ট বলিতেছেন “চৰা পৃথ্বস্থিরা ভাতি" অর্থাৎ পৃথিবী স্থির বোধ হইলেও বস্তুতঃ উহা সচলা। তিনি আরও বলিতেছেন “এক চতুযুগে ( ৪৩২০০০০ সৌরবর্ষে ) পৃথিবীর পূৰ্ব্বদিকে গতি সন্তত ভগণ (rotation) ১৫৮২২৩৭৫০০ বার, অর্থাৎ পৃথিবী ১৫৮২২৩৭৫০০ বার ঘুরিয়া আসিলে ( অথবা অত দিনে ) এক চতুযুগ বা ৪৩২০০০০ সৌরবর্ষ হয়। ইহা হইতে বেশ বুঝা যাইতেছে যে আর্যভট্ট জানিতেন যে পৃথিবী একবার স্বীয় অক্ষের উপর ঘুরিলে এক দিনমান হয় এবং এক চতুযুগে পৃথিবী অতবার স্বীয় অক্ষের উপর ঘোরে। উপরোক্ত গণনায় পৃথিবী যে স্বর্ঘ্যের চতুর্দিকে পরিভ্রমণ করিতেছে তাহ অনুমিত হয় না। উপরন্তু লল্প, ব্ৰহ্মগুপ্ত প্রভৃতি পরবর্তী জ্যোতিষীরা আর্যভট্টের মত খণ্ডনকালে স্বীয়