পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ☾br বৈজ্ঞানিক জীবনী অক্ষের উপর পৃথিবীর আবর্তনেরই উল্লেখ করিয়াছেন, স্বর্ঘ্যের চারিদিকে পৃথিবীর ভ্রমণের উল্লেখ করেন নাই। ইহাতে জানা যাইতেছে যে পিথাগোরাসের মত আর্যভট্ট অক্ষের উপর পৃথিবীর আবর্তনের কথা জানিতেন, স্বৰ্য্যের চতুৰ্দ্ধিকে পৃথিবীর ভ্রমণের কথা জ্ঞাত ছিলেন না । আর একস্থলে আর্যভট্ট এই পৃথিবীর পরিভ্রমণের কথা বেশ মুন্দর উদাহরণের দ্বারা বুঝাইয়াছেন। তিনি বলিয়াছেন “যেমন গতিশীল নৌকার আরোহী তীরস্থিত অচল বৃক্ষণদিকে উণ্টাদিকে যাইতে দেখে, সেইরূপ লঙ্কাতে ( পৃথিবীর গতির জন্ত ) স্থির নক্ষত্রদিগকে সমবেগে পশ্চিম দিকে যাইতে দেখা যায়।” (১) normatía ofsafīrs ifs "Gofs (apparent motion ), বস্তুতঃ পৃথিবীই পূৰ্ব্বদিকে গমন করিতেছে এবং সেই পরিভ্রমণের দরুণ নক্ষত্রবর্গকে পশ্চিমদিকে যাইতে দেখা যায়। এখন যেমন গ্রীনউইচ ( Greenwich ) এর সময় গণনার জন্ত ব্যবহৃত হয় আৰ্য্যভট্ট লঙ্কার সময় সেইরূপ ব্যবহার করিতেন । , আরও কয়েকটি শ্লোকে আর্যভট্ট পৃথিবীর পরিভ্রমণের উল্লেখ করিয়াছেন, বাহুল্য ভয়ে পরিত্যক্ত হইল। পরবর্তী কালে লয়, শ্ৰীপতি, ব্রহ্মগুপ্ত, বরাত প্রভৃতি জ্যোতিষীগণ র্তাহার মত উদ্ধত করিয়া তাহ খণ্ডন করিবার চেষ্টা করিয়াছেন। লল্ল আর্যভট্টের শিষ্য ছিলেন, কিন্তু শিষ্য গুরুর সিদ্ধান্ত মানেন নাই। তিনি পৃথিবীর পরিভ্রমণের বিরুদ্ধে অনেকগুলি আপত্তি উত্থাপিত (১) অক্সলোমগতি নেী স্থঃ পশুতাচলং বিলোমগং বদ্বৎ । অচলানি ভানি তত্ত্বৎ সমপশ্চিমগালি লঙ্কায়াম্। .